বাংলা নিউজ > বায়োস্কোপ > Suneil Shetty's Khandalas home decoration: রাহুল-আথিয়ার হলদিতে ফুলের ডেকোরেশন চোখ কাড়ল নেটিজেনদের

Suneil Shetty's Khandalas home decoration: রাহুল-আথিয়ার হলদিতে ফুলের ডেকোরেশন চোখ কাড়ল নেটিজেনদের

নানা ফুলের সমাহারে সেজে উঠেছিল রাহুল-আথিয়ার বিবাহবাসর

Suneil Shetty's Khandalas home decoration: সুনীল শেট্টির মেয়ে আথিয়া এবং কেএল রাহুলের বিয়ে সম্পন্ন হল কিছুদিন আগে। সেদিন সুনীল শেট্টির খান্ডালার বাড়ি কোন সাজে সেজে উঠেছিল জানেন?

জানুয়ারির ২৩ তারিখ গাঁটছড়া বাঁধেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্য কেএল রাহুল। সুনীল শেট্টির খান্ডালার বাড়িতে ঘনিষ্ট আত্মীয়দের উপস্থিতিতে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অভিনেতার বাগান বাড়িটা ভীষণ সুন্দর। প্রকৃতির কোলের মধ্যে, চারদিকে সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত সুনীল শেট্টির এই বাড়িটা। মেয়ের বিয়ের জন্য দারুণভাবে বাড়িটা সাজিয়েছিলেন সুনীল।

বিয়ের আগের অনুষ্ঠানের জন্য বাড়িটা যেভাবে সাজানো হয়েছিল সেটার একটা ছবি শেয়ার করে তার নেপথ্যের ভাবনা ইনস্টাগ্রামে লিখলেন ওয়েডিং প্ল্যানার রানি পিঙ্ক লাভ। তিনি লেখেন, ‘এই সকালটা দুর্দান্ত ছিল। এই জায়গাটাও ভীষণ সুন্দর। পুরনো সময়ের সুন্দর সুন্দর গাছগুলোকে জুঁই ফুলের লেয়ার দিয়ে সাজানো হয়েছিল। সঙ্গে মোগড়া ফুলের বিছানা বানানো হয়েছিল। সঙ্গে হালকা মিন্ট রঙের রং করা হয় পুরনো জামানার ব্রোকেডগুলোকে।’

<p>আথিয়ার বিয়ের সকালের অনুষ্ঠানের জায়গা</p>

আথিয়ার বিয়ের সকালের অনুষ্ঠানের জায়গা

‘সকালের মঙ্গলানুষ্ঠান অনুষ্ঠিত হল একটি বড় গাছের নিচে। উপর দিয়ে জুঁই এবং মোগড়া ফুল ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সোফার দুই পাশে রাখা হয়েছিল সাদা ফুলের পাঁপড়ি ভর্তি ঝুড়ি। এই সোফায় আথিয়া বসেছিলেন সকালের অনুষ্ঠানের জন্য। তাঁর পরনে ছিল বেইজ রঙের পোশাক’ জানান রানি পিঙ্ক লাভ।

<p>আথিয়ার গায়ে হলুদের আসর</p>

আথিয়ার গায়ে হলুদের আসর

একই ধরনের সাজানো হয়েছিল আসল বিয়ের জায়গাটা। অবশ্য সেখানে পিছন দিয়ে খান্ডালা হিলস দেখা যাচ্ছিল।

এই ওয়েডিং প্ল্যানারের তরফে জানানো হয় প্রতিটা সাজ অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছিল। প্রতি দিনের ভাবনা একদম আলাদা ছিল একে অন্যের থেকে। এই ছবিগুলোর সঙ্গে গায়ে হলুদের সময়ের ছবিও পোস্ট করেন তিনি। সেখানে গাঁদা ফুলের সাজ দেখা যায়। মাটি থেকে সিলিং সর্বত্র গাঁদা ফুলের সাজ দেখা গিয়েছিল। ওয়েডিং প্ল্যানার জানান, 'আমরা প্রতিটা কোনা খুব নিখুঁত ভাবে সাজানো হয়েছিল। সূর্য ছিল আকাশে। তার সঙ্গে গাঁদা ফুলের সাজ। আর মাঝে দুই পরিবার ভালোবাসার উদযাপনে মেতে ছিল।'

বন্ধ করুন