বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারকারা ছবি পোস্ট করলেও অনেক সময় পড়তে হচ্ছে সমস্যায়। তাঁরা যেটাই পোস্ট করুন না কেন তাঁদের মাঝে মাঝেই নানা সমালোচনা নানা কটূক্তির মুখে পড়তে হচ্ছে। তাছাড়াও তাঁদের নিয়ে ট্রোল করতে ছাড়েন না নেটিজেনরা। যেমন সম্প্রতি ফের নুসরত জাহানকে হতে হয়েছে ট্রোলের শিকার। কিছুদিন আগেই ঘুরতে গিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। সেই ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেই ব্যস। নায়িকার ছবি দেখে শুরু হয়ে যায় নানা সমালোচনা। নানা ভাবে কটাক্ষ করা হয় তাঁকে।
লেমন গ্রিন রঙের অফ শোল্ডার টপ সঙ্গে হট প্যান্ট পরা কতকগুলি ছবি পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে স্পষ্ট তাঁর বুকের ট্যাটু। সঙ্গে হালকা হালকা বোঝা যাচ্ছিল তাঁর শরীরের স্ট্রেচমার্কও। আর তা দেখে শুরু নেটিজেনদের বাক্যবান।
আরও পড়ুন: ‘মিঠিঝোরা’ সিরিয়ালে রাতারাতি মুখ বদল! কেন মেগা থেকে সরলেন কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়?
তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার নায়িকার চেহারা নিয়ে তাঁকে নানান কথা শুনতে হয়েছে। এবারেও তাঁর পোশাক, সাজ ও তাঁকে দেখতে কেমন লাগছে তা নিয়ে কথা বলতে ছাড়েনি তাঁর অনুরাগীরা। তাঁর ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে একের পর এক নেতিবাচক মন্তব্য করেছেন তাঁরা। নেটিজেনদের একাংশ অভিনেত্রীর এই ছবি দেখে বেশ বিরক্ত।
নুসরতের ছবি দেখে নেটিজেনরা কী কী মন্তব্য করেছেন?
একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।’ আবার কারও মন্তব্য, ‘ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন।’ আর একজন মন্তব্য করেছেন, ‘একটু খাওয়া দাওয়া করুন, এত রোগা দেখতে ভাল লাগে না।’ তবে শুধু এই ধরনের মন্তব্যই নয়, বেশ কিছু জন অশালীন মন্তব্য করতেও ছাড়েননি। তবে এইসব কটাক্ষের কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো করে ছবি পোস্ট করে চলেছেন নুসরত।
আরও পড়ুন: ১০ বছর পর ভারতে মুক্তি পাচ্ছে পাক ছবি! ফাওয়াদ-মাহিরাদের উপর নিষেধাজ্ঞা কি উঠল?
ছেলে ঈশানের জন্মের পরই বেশি স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন নায়িকার। তাই অভিনেত্রীর অনুরাগীদের মতে তিনি প্রয়োজনের তুলনায় বেশিই ডায়েট করেছেন। তবে তাঁকে নিয়ে কে কী বলছে তাতে কোনও দিনই বিশেষ গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেক বার নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে।
কাজের সূত্রে, অভিনেত্রীকে আগের তুলনায় বর্তমানে অনেক কম পরিমাণ ছবি করতে দেখা যায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন যশ দাশগুপ্ত। তাঁরা একসঙ্গে মিলেই একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। সেই প্রযোজনা সংস্থারই প্রথম ছবি ছিল ‘সেন্টিমেন্টাল’। এরপর কোন ছবি নিয়ে আসেন যশ-নুসরত তার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা।