দর্শকদের বিনোদন দিতে টেলিতারকারা এখন শুধু সিরিয়ালের ৩০ মিনিটেই আবদ্ধ নন। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁরা প্রায় সারাদিনই দর্শকদের নাগালে। কখনও বিহাইন্ড দ্য সিনের মজা, আবার কখনও ট্রেন্ডিং গানে তাল মেলানো, দিনভর নানা ধরনের রিলস আপলোড করেই থাকেন টেলি অভিনেতারা। আর তার সঙ্গেই একটা চাপা সুস্থ প্রতিযোগিতা চলতে থাকে কার রিলস বেশি জনপ্রিয় হল, কার ফলোয়ারের সংখ্যা বাড়ল। বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে স্টার জলসার গাঁটছড়া ও জ়ি বাংলার মিঠাই একে অপরকে টেক্কা দিচ্ছে টিআরপি লিস্টে তাতে প্রতিদিনই পছন্দের তারকাদের রিলসে নজর থাকছে দর্শকদের।
তবে গত ১৫ ঘণ্টায় বেশির ভাগ টেলি তারকাদেরই ইনস্টাগ্রামে কোনও চটকদার পোস্ট নেই। রিলসে, স্টোরিতে, পোস্টে জুড়ে আজ শুধু প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে। প্রিয় গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গাঁটছড়ার রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে লালকুঠির বিক্রম ওরফে রাহুল বন্দ্যোপাধ্যায়।
গুনগুন ওরফে ত্রিণা, উচ্ছেবাবু ওরফে আদৃত, লাবণ্য ওরফে রূপাঞ্জনা মিত্র, পিহু ওরফে সৃজলা সবাই কেকে'র স্মৃতিচারণায় বিহ্বল। সৃজলা নিজের ইন্স্টা স্টোরিতে লিখেছেন, 'কেকে'র মৃত্যুতে মনে হচ্ছে আমার হৃদয়ের একটি অংশ বাদ পড়ল। স্কুল বাস থেকে কলেজ ফেয়ারওয়েল, প্রথম প্রেমের অনুভূতি, বিচ্ছেদের স্মৃতি এইসব কিছুর সঙ্গী ছিল কে কে'র গান ও তাঁর গলা। একটা দিনও যায়নি ওঁর গান শুনিনি। তাঁর গানের প্রতিটা শব্দ স্মৃতিতে খোদাই হয়ে রয়েছে। তাই আজ রাতটা শুধুই ওনার গান শুনে কাটাবো এই আশায় যে আমাদের তাঁর গানই আমাদের ভাঙা মন জোড়া লাগাবে। আপনাকে ধন্যবাদ কে কে। আপনার আত্মার শান্তিকামনা করি'।
অন্যদিকে রাহুল তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ফাঁকা নজরুল মঞ্চের মাটিতে পড়ে থাকা কেকে'র নিজের হাতে লেখা অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া ২০টি প্লে লিস্ট। প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে একে ওপরের থেকে এগিয়ে থাকার প্রতিযোগিতার দৌড় আজ কিছুটা হলেও ছুটি পেল।