একসময় ধর্মের টানে নিজের দীর্ঘ ১৫ বছরের অভিনয় কেরিয়ার ছেড়েছিলেন সানা খান। ২০২০ সালে মৌলানা মুফতি আনাস সইদকে বিয়ে করে সানা এখন সুখী ঘরণী। এরপর ২০২৩ সালের জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন প্রাক্তন অভিনেত্রী। গত ৫ জুলাই ১ বছর হয়েছে সানা খানের ছেলের। তাই এবার অনুরাগীদের কাছে ছেলের মুখ দেখালেন সানা।
এবার স্বামী মৌলানা মুফতি আনাস সইদের সঙ্গে হজ যাত্রায় গিয়েছেন সানা খান। বাবা-মায়ের সঙ্গে সেই হজ যাত্রায় সামিল হয়েছে তাঁদের ১ বছরের ছোট্ট শিশু সইয়দ তারিক জামিল। হজ যাত্রা থেকেই ছেলের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানা। ক্যাপশানে লিখেছেন, ‘আমাদের ছোট্ট হাজি’।
ভিডিয়োর সঙ্গে সানা লেখেন, ‘ইয়া র্যাব! মুঝে ভি নামাজ কাইম কারনে ওয়ালা বানা দিজিয়ে বা মেরি আউলাদ মে সে ভি (এসে লগ প্যাইদা ফরমাইয়ে জো নামাজ কাইম করে) অ্যাই হামারে পরওয়ারদিগার! বা মেরি দুয়া কুবুল ফার্মা লিজিয়ে। হামারে পরওয়ারদিগার উস দিন মেরি ভি মাগফিরাত ফরমাইয়ে মেরে ওয়ালিদিন কি ভি বা উন সব কি ভি জো ইমান রাখতে হ্যায়’। আয়াত ৪০ ও ৪১ থেকে এই লাইনগুলি নিজের পোস্টে লেখেন সানা।
সানা জানিয়েছেন, শেষ মুহূর্তে হজ যাত্রার জন্য তাঁর ১ বছরের ছেলে ভিসা পেয়েছে। তাই তিনি কৃতজ্ঞ। সানার ভিডিয়োতে তাঁর ১ বছরের ছেলেকেও হাজিদের মতো পোশাক পরতে দেখা গিয়েছে। সানার তাঁর ভিডিয়োতে নিজের ছেলের মুখ দেখানোর পাশাপাশি, নিজের ধর্ম বিশ্বাসকেও তুলে ধরেছেন।
প্রসঙ্গত, ২০২০র অক্টোবরে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। কারণ হিসাবে জানান, তিনি নিজেকে ইসলামের কাছে সমর্পন করতে চান। এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন সলমন খানের এককালের সহ অভিনেত্রী, বিগ বস প্রতিযোগী সানা। বিয়ের পরেই নিজের নামে বদলে রাখেন সইয়াদ সানা খান।
এদিকে ২০২৩ সালে মা হওয়ার পর সানা তাঁর ছেলের নাম রাখেন তারিক জামিল। যে নাম নিয়েও কিছু কম বিতর্ক হয়নি। অনেকেই দাবি তুলতে থাকেন, সানা ও আনাস সইয়াদের ছেলের নামের সঙ্গে মিল রয়েছেন পাকিস্তানের ইসলাম ধর্মের প্রচারক মৌলানা তারিক জামিলের। এদিকে জন্মের প্রথম দিন থেকেই ছেলেকে কোরানের আয়াত শোনাতেও শুরু করেন সানা খান ও তাঁর স্বামী। তাঁর স্বামীর মতো, তাঁদের সন্তানও যাতে ধর্মের পথে থাকে সেদিকে কড়া নজর ছিল প্রাক্তন অভিনেত্রীর। সেটা নিয়েও নেটপাড়ায় কিছু কম চর্চা হয়নি।