বাংলা নিউজ > বায়োস্কোপ > তামিলের পর বলিউডে শ্রীসন্থ! গান গাইবেন, আইটেম নাম্বারে নাচবেন প্রাক্তন পেস বোলার

তামিলের পর বলিউডে শ্রীসন্থ! গান গাইবেন, আইটেম নাম্বারে নাচবেন প্রাক্তন পেস বোলার

এ বার বলিউড ছবিতে শ্রীসন্থ

এর আগে রিয়েলিটি শোয়ে মানুষ তাঁর নাচ দেখেছেন। এবার ছবিতে দেখতে পাবেন দর্শক। নাচের পাশাপাশি ছবির একটি গানে কণ্ঠও দেবেন শ্রীসন্থ। কোচির একটি স্টুডিয়োতে গানের রেকর্ডিং শুরু করেছেন তিনি।

ভারতীয় দলের প্রাক্তন পেস বোলার শান্তাকুমারণ শ্রীসন্থ। মার্চ মাসে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি। বাইশ গজের বাইরে এবার বলিউডে নিজের পদচিহ্ন রাখতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার। এর আগে তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার বলিউডে একটি মজার ছবিতে আইটেম গানে নাচতে দেখা যাবে তাঁকে। 

মালয়ালাম ছবির পরিচালক সেজি পালুরান। বলিউডে ছবি তৈরি করছেন তিনি। সেই ছবির এক আইটেম নম্বরে গানের সঙ্গে নাচবেন প্রাক্তন পেস বোলার। এর আগে রিয়েলিটি শোয়ে মানুষ তাঁর নাচ দেখেছেন। এবার ছবিতে দেখতে পাবেন দর্শক। নাচের পাশাপাশি ছবির একটি গানে কণ্ঠও দেবেন শ্রীসন্থ। কোচির একটি স্টুডিয়োতে গানের রেকর্ডিং শুরু করেছেন তিনি। ছবির প্রস্তুতিও চলছে জোরকদমে। 

তামিল ছবিতে অভিনয়ের পর বলিউডে অভিনয় করতে পেরে দারুণ খুশি তিনি। হিন্দি সিনেমায় এটাই তাঁর প্রথম কাজ। শ্রীসন্থের পরিবারে কেউ শিল্পী নন। তবে নিজের ১০০ শতাংশ দিয়ে কাজ করতে চান ভারতীয় দলের প্রাক্তন পেস বোলার। 

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘আমি একটা ভালো চরিত্রে অভিনয় করছি। দর্শক আমার নাচ দেখবেন মজার ছবিতে। আগে কখনই সে ভাবে নাচিনি। তামিল ছবিতেও না। তাই আমি খুবই উত্তেজিত। কাজটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং।’ বিভিন্ন দেশে সীমিত ওভারের ক্রিকেট লিগ খেলার পাশাপাশি অভিনয়ে মনোনিবেশ করতে চান।

 

 

বন্ধ করুন