বাংলা নিউজ > বায়োস্কোপ > দীপিকার 'গেহরাইয়া' দেখে তোপ প্রাক্তন পুলিশ কমিশনারের, লিখলেন ‘ধিক্কার জানাচ্ছি!'

দীপিকার 'গেহরাইয়া' দেখে তোপ প্রাক্তন পুলিশ কমিশনারের, লিখলেন ‘ধিক্কার জানাচ্ছি!'

'গেহরাইয়া' ছবির একটি দৃশ্যে দীপিকা-সিদ্ধান্ত।

'গেহরাইয়া' দেখে তাঁর মতামত জানালেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও।

চর্চা কিংবা বিতর্ক থামছেই না 'গেহরাইয়া' নিয়ে। ছবির ট্রেলার মুক্তির দিন থেকেই একাধিক কারণে খবরের শিরোনামে 'গেহরাইয়া'। এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরপরই এই ছবি ঘিরে আলোচনা বেড়েছে বৈ কমেনি। এবার দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি দেখে তাঁর মতামত জানালেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও। গত ২০১৯ সাল থেকে ২০২০ পর্যন্ত পুলিশ কমিশনার-এর পদে আসীন ছিলেন তিনি। প্রকাশ্যে তিনি জানিয়েছেন 'গেহরাইয়া' দেখতে বসেছিলেন তিনি। তবে বহু কষ্ট করেও ২০ মিনিটের বেশি সেই ছবি দেখা আর তাঁর পক্ষে সম্ভব হয়নি! আরও ভালো করে বললে সহ্য করতেই পারেননি।

টুইটারে নিজের হতাশার কথা কাটা,কাটা ভাষায় জানিয়েছেন বেঙ্গালুরুর এই প্রাক্তন নগরপাল। তিনি লিখছেন, ' ২০ মিনিটের বেশি এই ছবি আর বসে দেখতে পারিনি..ধিক্কার জানাই এই ছবিকে...ব্যক্তিগতভাবে আমি নিজে দীপিকার ফ্যান। সে আমাদের এই শহরের মেয়ে। বহু কিশোরী-যুবতীরা তাঁকে দেখে অনুপ্রেরণা পায়। উনি নিজে নিজেও যেমন সাহসী তেমনই সফল একজন মানুষ। তবে এই ছবিতে যা দেখানো হয়েছে অর্থাৎ পরকীয়া এবং সংসার ভাঙা, তা কিছু দর্শকের কাছে ঠিকঠাক লাগলেও আমার কাছে তা অত্যন্ত নেতিবাচক লেগেছে। বুঝতে পারছি না ব্যাপারটা, হয়ত আমার সত্যিই বয়স হয়ে গিয়েছে।'

তবে এই প্রাক্তন পুলিশ কমিশনারের পক্ষে যে সব নেটনাগরিকরা সমর্থন প্রকাশ করেছেন, এমন ভাবাটা ভুল হবে। প্রখ্যাত ব্যবসায়ী কিরণ মজুমদার শ' এই টুইটের প্রত্যুত্তরে ভাস্কর রাও-এর উদ্দেশে লিখেছেন, 'আপনি পুরো ছবিটি একবার দেখুন। দুর্দান্তভাবে ছবিটি তৈরি করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় মোচড় রয়েছে। আর দীপিকার পারফর্মেন্স তো অনবদ্য।'

কিরণ মজুমদার শ' এই টুইট দেখে চুপ করে থাকেননি ভাস্কর রাও। ফের বলেছেন, 'কিরণ ম্যাম, আমি জানি দীপিকা একজন সুদক্ষ অভিনেত্রী। এবং তা যেকোনও চরিত্রেই। আমার বলতে চাইছি, ওঁকে বহু মানুষ অন্ধভাবে অনুসরণ করেন। বিশেষ করে কিশোরী-যুবতীরা। এই ছবির মাধ্যমে ওঁদের কাছে ভুল নির্দেশ যাচ্ছে। অল্পবয়সীরা তো বিভিন্ন সময়ে পর্দায় তারকাদের অভিনয় দেখে এতটা প্রভাবিত হয় যে কোনও ভুল পদক্ষেপ নিতে দ্বিতীয়বার ভাবে না তাঁরা।'

আরও এক নেটিজেন বেঙ্গালুরুর এই প্রাক্তন রাজ্যপালের বিপক্ষে গিয়ে লিখেছেন, 'স্যার, এই জন্যই তো বলে ছবি মানেই কাল্পনিক গল্প। এবং সেই ছবির চরিত্রগুলিও। আশা করি দর্শকরাও জানেন সেই কথা যে বাস্তবে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ছবির গল্পের কোনও সংযোগ নেই।' সেই ব্যক্তিকে পাল্টা জবাব দিয়ে ভাস্কর রাও লেখেন, ' কিন্তু সবার বোধ তো আপনার মতো পরিণত হয়।'

 

বায়োস্কোপ খবর

Latest News

'আমরা কোথাও যাচ্ছি না'- বাইডেনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আমেরিকায় টিকটক টেকানোর বার্তা শেষ মুহূর্তে ফোন করেছিলেন ঋষি! ফোন তুলতে পারেননি, সেই আক্ষেপ আজও রয়েছে ঋদ্ধিমার Sri Lanka Women বনাম Thailand Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড! দেবগুরুর বৃষে গমনে ৪ রাশির হবে ভাগ্যর উন্নতি, আর্থিক লাভ, বাড়বে সম্মানও পূর্ণিয়া লোকসভা কেন্দ্র ২০২৪: পাপ্পুর বাউন্সার ইন্ডিয়াকে, জানুন কে জিতেছে অতীতে

Latest IPL News

কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.