বাংলা নিউজ > বায়োস্কোপ > R Madhavan’s Rocketry: নাম্বি নারায়ণনকে নিয়ে রকেট্রিতে যা দেখানো হয়েছে তা ভুল, অভিযোগ ইসরোর প্রাক্তন বিজ্ঞানীদের

R Madhavan’s Rocketry: নাম্বি নারায়ণনকে নিয়ে রকেট্রিতে যা দেখানো হয়েছে তা ভুল, অভিযোগ ইসরোর প্রাক্তন বিজ্ঞানীদের

'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট'-এ দেখানো ৯০ শতাংশ তথ্যই ভুল, দাবি ইসরোর প্রাক্তন বিজ্ঞানীদের। 

'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' সারা দেশে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। ভালো ব্যবসাও করেছে। যা বিজ্ঞানী নাম্বি নারায়ণনর বায়োপিক। কিন্তু এত দিন পর এই সিনেমায় দেখানো তথ্য নিয়ে গুরুতর অভিযোগ উঠছে। বলা হচ্ছে ছবিতে দেখানো ৯০ শতাংশ তথ্যই ভুল। 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কয়েকজন প্রাক্তন বিজ্ঞানী অভিযোগ করেছেন যে 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' ছবিতে এবং কিছু টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিজ্ঞানী নাম্বি নারায়ণন যে দাবি করেছেন তা মিথ্যা এবং ইসরোর মানহানি হয়েছে এতে। প্রসঙ্গত, আর মাধবন পরিচালিত-প্রযোজিত-অভিনীত ছবি 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' সারা দেশে প্রচুর প্রশংসা কুড়িয়েছে। ভালো ব্যবসাও করেছে। যা বিজ্ঞানী নাম্বি নারায়ণনের বায়োপিক। কিন্তু এত দিন পর এই সিনেমায় দেখানো তথ্য নিয়ে গুরুতর অভিযোগ উঠছে।

ইসরোর এলপিএসই-র ডিরেক্টর মুথুনায়গম, ক্রায়োজেনিক ইঞ্জিনের ডেপুটি ডিরেক্টর শশীকুমারন ও আরও কিছু বিজ্ঞানী মিলে অভিযোগ তুলেছেন যে, নাম্বি নারায়ণন ইসরো এবং অন্যান্য বিজ্ঞানীদের মানহানি করছেন। তিনি সিনেমাতে যেভাবে দাবি করেছেন যে তিনি একাধিক প্রকল্পের জনক, তা ভুল। এমনকী সিনেমাতে যে দেখানো হয়েছে তিনি একবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ভ্রম সংশোধন করেছিলেন সেটাও সর্বৈব ভুল। 

ওই বিজ্ঞানীরাও এটা বলেন, 'ছবিতে নাম্বি নারায়ণন যে দাবি করেছেন, বিক্রম সারাভাই (ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ) তাঁকে পিজি করার জন্য আমেরিকার প্রেস্টন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন, এটাও ভুল কথা। যে বিজ্ঞানীকে পাঠানো হয়েছিল তিনি ছিলেন এলপিএসের ডিরেক্টর মুথুনায়াকাম। আরও পড়ুন: এল ‘কপিল শর্মা শো’র নতুন প্রোমো, ক্রুষ্ণাকে বাদ দিয়ে এন্ট্রি এক সেক্সি নায়িকার

এই প্রাক্তন বিজ্ঞানীরা ইসরোর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের কাছে আবেদন জানিয়েছেন যাতে তিনি এই সিনেমায় দেখানো ‘ভুল তথ্য’ নিয়ে জলদি কোনও পদক্ষেপ নেন। ছবিতে নারায়নের দাবি ছিল যে, তাঁর গ্রেফতার হওয়ার কারণে ক্রায়োজেনিক প্রযুক্তি নিয়ে কাজ শেষ করতে অনেকটাই দেরি হয়ে যায় ভারতের। এদিকে বিজ্ঞানীদের দাবি, ইসরো গত শতাব্দীর নবম দশকে এই প্রযুক্তিতে কাজ করেছিল। যার দায়িত্বে ছিলেন ইভিএস নাম্বুথিরি। নারায়ণনের ওখানে কিছুই করার ছিল না। অনেকে তো প্রস কনফারেন্সে এটাও দাবি করেন যে নারায়ণন তাঁদের অর্জন করা কৃতিত্ব নিজের বলে চালাতে চাইছে। আরও পড়ুন: কঙ্গনার এমার্জেন্সিতে যোগ দিলেন মিলিন্দ সোমান, কোন চরিত্রে দেখা মিলবে তাঁর?

প্রসঙ্গত, ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ইংরেজি, হিন্দি এবং মালায়ালাম, কন্নড়,তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। ছবির নির্মাতাদের দেওয়া খবর অনুসারে ২৫ কোটি বাজেটের এই ছবি ৫০ কোটি আয় করেছে। প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করার পর সিনেমা দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। সিনেমায় দেখানো হয়েছে নাসায় কোটি কোটি টাকার চাকরির অফার হেলায় ফিরিয়েছিলেন নাম্বি নারায়ণন। দেশের উন্নয়নের স্বার্থে নিজেকে সমর্পন করা এই বিজ্ঞানীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছিল সিবিআই, গ্রেফতারও হন তিনি। কিন্তু ১৯৯৮ সালে নাম্বি নারায়ণকে নির্দোষ ঘোষণা করে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় সুপ্রিম কোর্ট। সেই গল্পই বলেছে এই ছবি। ‘রকেট্রি-দ্য নাম্বি এফেক্ট’-এ মাধবন ছাড়াও রয়েছেন সিমরণ বাগ্গা। সিনেমার হিন্দি ভার্সনে সাংবাদিকের চরিত্রে কেমিও করেছেন শাহরুখ খান।

বায়োস্কোপ খবর

Latest News

পুজোয় ভিলেন হতে পারে বৃষ্টি? না কি আকাশ থাকবে ঝলমলে, দেখে নিন এখনই প্রতিদিন ৫ স্থানে প্রদীপ জ্বালানো করবে লক্ষ্মীকে প্রসন্ন, সঙ্গে মিলবে পিতৃর কৃপা '৫০০ কোটি ডলার চাইব', বলেছিলেন ইউনুস, শেষে ২ বিলিয়নই পেল বাংলাদেশ কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.