হেমন্ত আসতে না আসতেই শহরের বুকে একটার পর একটা কনসার্ট অনুষ্ঠিত হতে শুরু করেছে। সামনের শনিবার অর্থাৎ ৯ নভেম্বর তেমনি আরও একটি কনসার্ট অনুষ্ঠিত হবে নিক্কো পার্ক বিগ লনে। আর সেখানে একটি নয়, ৩ টি ব্যান্ড পারফর্ম করবে। দুটো বাংলার খুব চেনা, নিজের ব্যান্ড ফসিলস্ এবং লক্ষ্মীছাড়া। সঙ্গে থাকবে দক্ষিণ ভারতের জনপ্রিয় ব্যান্ড থাইকুদ্দাম ব্রিজ।
আরও পড়ুন: ফের বহুরূপীর মুকুটে লাগল নতুন পালক! রেকর্ড আয়ের পর এবার কোন নজির গড়ল শিবপ্রসাদ - আবিরের ছবি?
রিপাবলিক অব রক প্রসঙ্গে
ভাবছেন, অন্যান্য কনসার্টের থেকে এটা কোথায় আর কেন আলাদা? আলাদা তো বটেই, দুটো বাংলা ব্যান্ডের সঙ্গে একটা দক্ষিণের ব্যান্ড, ফলে মঞ্চে সংস্কৃতির যে একটা দারুণ মেলবন্ধন ঘটবে না সেটা বলাই বাহুল্য। শুধুই কি তাই? বাংলা রকের সঙ্গে মিশবে ভারতীয় ক্লাসিক্যাল ফিউশন আর গ্লোবাল মেটাল। ফলে যাঁরা রকপ্রেমী তাঁদের জন্য একটা আদর্শ সন্ধ্যা যে এই কনসার্ট উপহার দেবে সেটা বলার অপেক্ষা রাখে না।
উক্ত ৩ টি ব্যান্ড নয় কেবল। ওপেনিং পারফর্মেন্স হিসেবে থাকবে জম্বি কেজ কন্ট্রোল এবং পার্পেপচুয়ালের পারফরমেন্সও। শনিবার, ৯ নভেম্বর দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হয়ে যাবে এই কনসার্ট। টিকিটের দাম? মাত্র ৬৯৯ টাকা থেকে শুরু।
রিপাবলিক অব রক নিয়ে কী বললেন লক্ষ্মীছাড়া ব্যান্ডের সদস্যরা?
এদিন লক্ষ্মীছাড়া ব্যান্ডের দেবাদিত্য চৌধুরী বলেন, 'আর মাত্র একটা দিন বাকি। তারপরই রিপাবলিক অব রকের সময়।' গৌরব চট্টোপাধ্যায় বলেন, 'দারুণ উত্তেজনা কাজ করছে। সবাই মিলে খুব আনন্দ করব। ঝড় তুলতে আসছি আমরা। আর্টিস্ট লাইন আপও দারুণ। এমন ভালো ভালো ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করব ভেবে দারুণ খুশি। দেখা হচ্ছে কাল আপনাদের সঙ্গে।'
আরও পড়ুন: সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে গরমিল করেছেন AIIMS -এর চিকিৎসক? বিস্ফোরক দাবি সলমনের প্রাক্তন সোমির