৬ ডিসেম্বর, ডিসেম্বর মাসের প্রথম শুক্রবার। শুক্রবার মানেই উইকেন্ড শুরু হয়ে যাওয়ার উন্মাদনা কাজ করে সকলের মধ্যেই। সারাদিনের ব্যস্ততার শেষে অবশেষে কিছুটা সময় পাওয়া যায় শুধু মাত্র নিজের জন্য। কেউ কেউ এই সময়টা পরিবারের সঙ্গে কাটান আবার কেউ কেউ পপকর্ন হাতে বসে পড়েন সিনেমা দেখতে।
সিনেমা প্রেমিকদের কাছে এখন সিনেমা দেখার অন্যতম একটি মাধ্যম হলো ওটিটি প্লাটফর্ম। অ্যাকশন, কমেডি, থ্রিলার সবরকম স্বাদের সিনেমা এবং ওয়েব সিরিজের দেখা পাওয়া যায় ডিজিটাল প্লাটফর্মে। বছরের শেষ মাসের প্রথম উইকেন্ড ওটিটি প্লাটফর্মে মুক্তি পেল এই ৫ ভিন্ন স্বাদের সিনেমায় এবং সিরিজ।
জিগরা নেটফ্লিক্স: থ্রিলার ভিত্তিক সিনেমা যদি আপনি দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই দেখতে হবে এই সিনেমাটি। আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়না অভিনীত এই সিনেমাটি আপনাকে রোমাঞ্চিত করবেই। অপরাধ জগতে হারিয়ে যাওয়া ভাইকে এক দিদির উদ্ধার করে নিয়ে আসার গল্প ঘিরেই তৈরি করা হয়েছে এই সিনেমা। ৬ ডিসেম্বর থেকে আপনি এটি দেখতে পাবেন নেটফ্লিক্স ডিজিটাল প্লাটফর্মে।
অগ্নি অ্যামাজন প্রাইম ভিডিয়ো: রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই সিনেমাটি একজন দমকল কর্মীর গল্পকে ঘিরে তৈরি করা হয়েছে। শহরকে মারাত্মক বিপদের হাত থেকে বাঁচানোর জন্য একজন দমকলকর্মী ঠিক কতটা বলিদান দিতে পারে, তা আপনি দেখতে পাবেন এই সিনেমায়। প্রতীক গান্ধী এবং দিব্যেন্দু অভিনীত এই সিনেমাটি ৬ ডিসেম্বর থেকে আপনি দেখতে পাবেন অ্যামাজন প্রাইম ভিডিয়োয়
ননসেন্স ক্রিসমাস নেটফ্লিক্স: ডিসেম্বর মানেই বড়দিনের উৎসব। ‘এসপ্রেসো’ খ্যাত পপ তারকা সাবরিনা কার্পেন্টার অভিনীত এই সিরিজটি আপনাকে নিয়ে যাবে বড়দিনের উৎসবে। অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন শন অ্যাস্টিন এবং কারা ডেলিভিংন। ৬ ডিসেম্বর ২০২৪ থেকে এটি আপনি দেখতে পাবেন নেটফ্লিক্সে।
মায়েরি জি ফাইভ: বর্তমান পরিস্থিতির সঙ্গে একেবারেই মানানসই এই সিরিজটি। একটি ছোট্ট মেয়ের ওপর নৃশংসভাবে অত্যাচার করে মানুষরূপী কিছু রাক্ষস। মেয়ের প্রতি অন্যায়ের বিচার চেয়ে একজন মায়ের লড়াইয়ের গল্প বলে এই সিরিজ। আগামী ৬ ডিসেম্বর থেকে জি ফাইভ ওটিটি প্লাটফর্মে আপনি দেখতে পাবেন এটি।
বিগেস্ট হিস্ট এভার নেটফ্লিক্স: এটি একটি ডকুমেন্টারি, যা ইতিহাসের বৃহত্তম ডাকাতিগুলির মধ্যে একটি গল্প দেখায়। এর গল্প দুই অপরাধী বিটকয়েন বনি এবং ক্লাইডকে কেন্দ্র করে তৈরি করা হয়। এই রোমাঞ্চকর ডকুমেন্টারি আপনাকে নিয়ে যাবে পুরনো দিনের ভয়ংকর অপরাধের জগতে। ৬ ডিসেম্বর ২০২৪ থেকে আপনি এই ডকুমেন্টারির স্বাদ আস্বাদন করতে পারবেন নেটফ্লিক্স ওটিটি প্লাটফর্মে।