বাংলা নিউজ > বায়োস্কোপ > কে বলে বলিউডে বন্ধু হয় না! প্রতিযোগিতাকে উড়িয়ে বন্ধুত্বের পাঠ পড়াচ্ছেন যাঁরা

কে বলে বলিউডে বন্ধু হয় না! প্রতিযোগিতাকে উড়িয়ে বন্ধুত্বের পাঠ পড়াচ্ছেন যাঁরা

Bollywood Friendships: বলা হয়, ইন্ডাস্ট্রিতে কখনও বন্ধুত্ব হয় না। সবটাই নাকি লোক দেখানো, মেকি। কিন্তু হাতেগোনা কিছু তারকাকে দেখলে এ সব কিছুই নিছক মিথ্যা বলে মনে হতে পারে। বন্ধুত্ব দিবসে এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা।