Bollywood Friendships: বলা হয়, ইন্ডাস্ট্রিতে কখনও বন্ধুত্ব হয় না। সবটাই নাকি লোক দেখানো, মেকি। কিন্তু হাতেগোনা কিছু তারকাকে দেখলে এ সব কিছুই নিছক মিথ্যা বলে মনে হতে পারে। বন্ধুত্ব দিবসে এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা।
1/7সলমন খান-শাহরুখ খান: একসঙ্গে একাধিক ছবি করেছেন। পর্দার বাইরেও দু'জনের বন্ধুত্ব দেখার মতো। মাঝে সেই বন্ধুত্বে ফাটল ধরেছিল বটে। কিন্তু আড়ি থেকে ভাব হতে খুব বেশি সময় লাগেনি। আরিয়ান খানের গ্রেফতারির পর শাহরুখের কাছে ছুটে গিয়েছিলেন সলমন। বন্ধুর দু:সময়ে তাঁর পাশে ছিলেন।
2/7শাহরুখ খান-জুহি চাওলা: জীবনের প্রত্যেকটি ধাপে শাহরুখের পাশে থেকেছেন জুহি। নায়ক-নায়িকা হিসেবে তাঁদের জুটি সফল। একসঙ্গে একটি আইপিএল দলও কিনেছেন দু'জনে। শাহরুখ-পুত্রের জামিনদার হয়েছিলেন জুহি। আরিয়ানের জন্য এক লাখ টাকার বন্ডে সই করেছিলেন অভিনেত্রী।
3/7আলিয়া ভাট-রণবীর সিং: 'গালি বয়'-এ কাজের সূত্রে আলাপ। আর সেই আলাপ থেকেই বন্ধুত্ব। রণবীরের বিরুদ্ধে একটি শব্দও শুনতে রাজি নন আলিয়া। অনাবৃত হয়ে ফোটোশ্যুটের জন্য বিতর্কের মুখে পড়েন অভিনেতা। এ বিষয়ে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, 'আমার প্রিয় সহকর্মীকে নিয়ে একটাও নেতিবাচক কথা শুনব না। তাই এ ধরনের কোনও প্রশ্ন বরদস্ত করব না।' খুব শীঘ্রই করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে ফের দেখা যাবে দুই বন্ধুকে।
4/7জাহ্নবী কাপুর-সারা আলি খান: একই বছরে বলিউডে হাতেখড়ি দুই তারকা-সন্তানের। তবে প্রতিদ্বন্দ্বিতায় নয়, দু'জনেই ভরসা রেখেছেন বন্ধুত্বে। মনের কথা উজাড় করে দেওয়া থেকে একসঙ্গে বেড়াতে চলে যাওয়া, দুই নায়িকার বন্ধুত্ব সত্যিই দেখার মতো।
5/7স্বরা ভাস্কর-তাপসী পান্নু-রিচা চাড্ডা: কে বলেছে নায়িকারা বন্ধু হতে পারে না? বলিউডের এই তিন 'বহিরাগত'-র বন্ধুত্ব দেখলে মুহূর্তেই এই ভুল ধারণা ভেঙে যাবে। পেশাগত এবং ব্যক্তিজীবনের নানা ওঠাপড়ায় একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
6/7করণ জোহর-করিনা কাপুর খান: একজন গসিপ করতে ভালোবাসেন। অন্য জন শুনতে। করণ-করিনার বন্ধুত্ব নিয়ে চর্চা নেহাত কম নয়। একসঙ্গে একাধিক কাজও করেছেন দুই বন্ধু।
7/7সলমন খান-অজয় দেবগণ: 'হম দিল দে চুকে সনম', 'লন্ডন ড্রিমস'-এর মতো একসঙ্গে ছবিতে কাজ করেছেন। বাস্তবেও দু'জনের বন্ধুত্ব নেহাত কম নয়। অজয়ের 'সন অব সর্দার'-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে।