জিন্স থেকে কুর্তা, শার্ট, টপ, শালোয়ার কামিজ প্রতিদিনের ব্যস্ততায় এই পোশাক সকলে পরলেও, উৎসব অনুষ্ঠান থেকে নানা পুজো পার্বণে বেশির ভাগ মেয়ে শাড়ি পড়তে পছন্দ করেন। তার মধ্যে এখন শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। তবে অনেকেই শাড়ি পড়তে গেলে কিছুটা সমস্যায় পড়েন। আবার অনেকে বুঝে উঠতে পারেন না যে কোন অনুষ্ঠানে কোন শাড়ি পরবেন, বা কী ধরনের শাড়ি পরবেন। তবে কেবল শাড়ির ধরণ নয়, সেটা পরার ধরনের উপর শাড়ির সৌন্দর্য্য বেড়ে যায়। এর অসংখ্য উদাহরণ রয়েছে বলিউডে। প্রথম সারির সব নায়িকাদের থেকে দেখে নিন ফ্যাশন টিপস।
দিশা পাটানি
প্রথমেই দেখে নিন দিশা পাটানির এই লুকটি। এখানে দিশা পাটানি লুকটি ট্রেইলব্লেজিং নয়। তবে এটি কী? এটি হ'ল সহজতম ঝামেলা-মুক্ত প্রাক-ড্রেপ অভিজ্ঞতার একটি উদাহরণ। হাউস অফ তোরানির অন্যতম একটি সেরা কালেকশন এই মেরুন রঙে উপর সোনালি জরি দিয়ে কাজ করা শাড়িটি। এটি প্রথমেই নায়িকা কোমরে বেঁধে আগে থেকে সেলাই করে প্লিটগুলি ধরে রেখেছেন তিনি সাইড-সুইপড করে আঁচলটি রেখেছেন। যা ব্লাউজকে হাইলাইট করে।
আরও পড়ুন: ‘মেয়ের বয়সী’ শ্রীময়ীকে বিয়ে করে কটাক্ষে, বাবা-কাঞ্চনকে কত নম্বর দিল কৃষভির মা
সারা আলি খান
একটু অন্যরকম ভাবে শাড়ি পরার ক্ষেত্রে আপনি সারা আলি খানের এই শাড়ি স্টাইল অনুসরণ করতে পারেন। আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা স্টেটমেন্ট ক্রিস্টাল দিয়ে কাজ করা পাতলা এবং চকচকে শাড়িতে লাস্যময়ী সারা। নায়িকা শাড়িটিকে বর্মের মতো করে পরেছেন। উরু থেকে একটি স্লিট সহ একটি কৌচার গাউনের মতো ক্রস করে পরতে পারেন। এতেও যদি মন না ভরে তাহলে শাড়ির আঁচলটি একটু বড় রাখতে পারেন।
অনন্যা পান্ডে
অনন্যা পান্ডে নতুন প্রজন্মের ফ্যাশন আইকন হয়ে উঠছেন। নায়িকা রাম গোলাপী অমিত আগরওয়াল শাড়ি পরে নজর কেড়েছিলেন। তাঁর শাড়ির আঁচল নেওয়ার নতুন স্টাইল সেটমেন্ট তৈরি করেছে।
আরও পড়ুন: শুধু ননদ নয়, ঐশ্বর্যর ‘বনিবনা’ নেই দাদার বউয়ের সঙ্গেও, বউদি নামী ইনফ্লুয়েন্সার
জাহ্নবী কাপুর
জাহ্নবী কাপুর মানেই এখন নতুন ধরনের সাজ, নতুন নতুন এক্সপেরিমেন্ট। অম্বানিদের অনুষ্ঠান থেকে তাঁর ছবির প্রোমশান সব কিছুতেই তাঁর স্টাইল নজরকাড়া। তিনি ফ্যাশনের দুনিয়ায় নতুন আলোড়ন সৃষ্টি করেছেন। মণীশ মালহোত্রার দিওয়ালি কালেকশনের একটি সাইকেডেলিক কাস্টম ইরিডেসেন্ট চেইনমেইল শাড়িতে সেজে উঠেছিলেন। জানা গেছে এই শাড়িটি তৈরি করতে ৩০০ ঘন্টারও বেশি সময় লেগেছে।