অনন্ত-রাধিকার বিয়ের রাত, আজ কাজ বন্ধ বলিউডে। আম্বানি পুত্রের বিয়ের জশন-এ সামিল হতে ছুটে এসেছেন শাহরুখ থেকে সলমন। মার্কিন মুলুক থেকে উড়ে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্তঃসত্ত্বা দীপিকাও পৌঁছেছেন লাল পরীর বেশে। প্রাক্তন-বর্তমান এদিন মিলে মিশে একাকার।
ছোটছেলের বিয়েতে জলের মতো পয়সা খরচা করছেন মুকেশ আম্বানি। বলিউড সেলেবদের পাশাপাশি আম্বানির ছেলের বিয়েতে সামিল হলেন ক্রিকেট তারকারাও। শুধু মুম্বই ইন্ডিয়ান্সের তারকারাই নন, অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নিতে পৌঁছালেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি। সঙ্গী স্ত্রী সাক্ষী ধোনি এবং মেয়ে জিবা। অনন্ত-রাধিকার সঙ্গীতে বউকে নিয়ে পৌঁছেছিলেন মাহি, এবার বাদ গেল না মেয়েও।
এদিন সাবেকি পোশাকে টুইনিং করলেন বাবা-মেয়ে। সবুজ সালোয়ারে নজরকাড়া ধোনির সুন্দরী বউ। তবে তারকাদের ভিড়ে দেখা মিলল না অনুষ্কা-বিরাটের। দেশের বাইরে থাকার কারণেই হাজির হননি তাঁরা। অন্যদিকে উইম্বলডন দেখতে ইংল্যান্ডে পৌঁছেছেন রোহিত শর্মা। সেই কারণেই দেখা মিলল না তাঁর। তবে সঙ্গীত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
এদিন সস্ত্রীক অনন্ত-রাধিকার বিয়েতে হাজির হলেন সূর্য কুমার যাদব, যুজবেন্দ্র চাহাল,কে এল রাহুলরা। লখনউ সুপার জায়েন্টের অধিনায়ক লোকেশ রাহুল ও তাঁর অভিনেত্রী স্ত্রী আথিয়া শেট্টির দেখা মিলল শ্বেতশুভ্র পোশাকে। সোনালি জরির কাজ করা সাদা শাড়িতে ঝলমলে সুনীল কন্যা। পাশে সাদা কুর্তা আর ঢলা প্যান্টে কেএল রাহুল।
সমাজ মাধ্যম প্রভাবী বউ ধনশ্রীর হাত ধরে অনন্ত-রাধিকার বিয়ের ভোজ খেতে হাজির যুজি। সাবেকি সাজে ঝলমলে দুজনেই। পাপারাৎজিদের ক্যামেরার জন্য জমিয়ে পোজ দিলেন।
বুমরাহ এবং তাঁর তারকা সঞ্চালক স্ত্রী, সঞ্জনা গণেশানের পোশাকে অবশ্য রং মিলান্তি চোখে পড়ল না। পশ্চিমী সাজে সঞ্জনাকে টিভির পর্দায় দেখতে অভ্যস্ত সকলে। এদিন আইসিসির এই সঞ্চালিকাকে হলুদ লহেঙ্গা চোলিতে একদম অন্যরকম লাগল। মেরুন শেরওয়ানিতে ভারতীয় তারকা পেসার। পিছিয়ে থাকলেন না সূর্য কুমার যাদবও। আইভরির উপর সোনালি জরির কাজ করা বন্ধগলায় দেখা মিলল SKY-এর। দক্ষিণ ভারতীয় সিল্ক শাড়িতে ঝলমলে সূর্যর বউ দেবীশা।
চওড়া গোলাপি পাড়ের হালকা সবুজ শাড়ি এই অনুষ্ঠানের জন্য বাছলেন সূর্য-ঘরণী। সঙ্গে জালি কাজের গোলাপি ব্লাউজ। দক্ষিণ ভারতের মেয়ে দেবীশা, সেই ছোঁয়াই তাঁর সাজে। গলায় টেম্পল জুয়েলারিতে উজ্বল সুন্দরী।
সকলে জুটিতে এলেও এদিন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিকের পাশে দেখা গেল না বউ নাতাশাকে। যা ফের একবার হার্দিকের ডিভোর্স জল্পনাকে উস্কে দিল। নাতাশা সঙ্গে না থাকলেও হার্দিকের সঙ্গেই বিয়েবাড়িতে হাজির সস্ত্রীক ক্রুণাল পান্ডিয়া।
রাত গভীর হতেই স্ত্রী নাতাশাকে নিয়ে অনন্তের বিয়েতে হাজির ভারতীয় ক্রিকেট দলের সদ্য নিযুক্ত কোচ গৌতম গম্ভীর। কালো বন্ধগলা স্যুটে দেখা মিলল গৌতম গম্ভীরের। সোনালি লেহেঙ্গা চোলিতে দ্যুতি ছড়ালেন নাতাশা। পৌঁছেছিলেন কেকেআরের ক্যাপেন্ট শ্রেয়স আইয়ারও।
খবর, ছেলের বিয়েতে ৫০০০ কোটি টাকা খরচ করছেন মুকেশ ও নীতা আম্বানি। প্রায় চার মাস ধরে প্রাক-বিয়ের অনুষ্ঠান চলার পর, শুক্রবার শুভ কাজ সারবেন অনন্ত-রাধিকা। ছোটবেলার প্রেম, অবশেষে তা পেল কাঙ্খিত পরিণতি। এই গ্র্যান্ড ওয়েডিং-এর সমাপ্তি অবশ্য এদিন নয়। আগামী রবিবার বউমাকে পরিবারে স্বাগত জানাতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন নীতা ও মুকেশ। সেই অনুষ্ঠান আরও জমকালো হতে চলেছে বলেই খবর।