বলিউড মানেই বিতর্ক। সেই বিতর্ককে সঙ্গী করেই শেষ হচ্ছে ২০২২। চলুন তার আগে একবার ফিরে দেখা যাক চলতি বছরের সবচেয়ে বড় বিতর্কগুলিতে--
1/6শেষ হতে চলল ২০২২। এখন নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষা। তবে তাঁর আগে পুরনোকে একবার ফিরে দেখা। এমনিতে ২০২২ সালটা খুব ভালো কাটেনি বলিউডের। বড় বড় বাজেটের ছবি ফ্লপ করেছে। সঙ্গে একাধিক বলিউড তারকা জড়িয়েছেন বিতর্কে। যেই তালিকায় নাম আছে সুস্মিতা সেন, রণবীর সিং, জ্যাকলিন ফার্নান্ডেজদের।
2/6পেপার ম্যাগাজিনের হয়ে নগ্ন ফোটোশ্যুট করেন রণবীর সিং। এই নিয়ে অভিনেতার নামে পুলিশে অভিযোগও জমা পড়ে। তবে অভিনেতার সহকর্মীরা যেমন বিদ্যা বালন, মাসাবা গুপ্তা, নকুল মেহতা, অনুরাগ কাশ্যপরা প্রকাশ্যে প্রশংসা করেছিলেন।
3/6ললিত মোদী হঠাৎই ইনস্টাগ্রামে সুস্মিতা সেনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জানিয়ে দেন নিজেদের সম্পর্কের খবর। অভিনেত্রীকে ‘বেটার হাফ’ও বলে বসেন। যদিও পরে জানিয়ে দেন, এখনও বিয়েটা হয়নি। তবে খুব জলদিই করবেন। সুস্মিতা আর ললিতের অসমবয়সের প্রেম নিয়ে উঠতে থাকে কটাক্ষ। অনেকেই দাবি করতে থাকেন শুধুমাত্র টাকার জন্য এই সম্পর্কে জড়িয়েছেন অভিনত্রী।
4/6২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিন ফার্নান্ডেজের। এই নিয়ে একাধিকবার ইডির জেরার মুখে পড়েছেন। আপাতত জামিনে বাইরে আছেন। ভারত ছাড়ার অনুমতিও নেই। সঙ্গে সুকেশের সঙ্গে তাঁর কিছু ছবিও লিক হয়ে যায় ইন্টারনেটে। একটি ছবিতে তো নায়িকার গলায় ঘাড়ে লাভ বাইটও দেখা গিয়েছিল।
5/6পাঠান ছবির ‘বেশরম রং’ দেখার পর থেকেই শাহরুখ-দীপিকার এই ছবি বয়কটের ডাক উঠেছে। যার কারণ দীপিকার পরে থাকা এই গেরুয়া বিকিনি। এতে অংশ নিয়েছে বিজেপি নেতাদের একটা অংশও। প্রতিবাদকারীদের দাবি হিন্দুদের পবিত্র রং গেরুয়াকে অপমান করা হয়েছে। সঙ্গে গানের নাম ‘বেশরম রং’ ও ছবির নাম ‘পাঠান’কে এর সঙ্গে জুড়ে দিয়ে বিতর্কের মেঘ আরো কালো হয়েছে। এমনকী, সিবিএফসি-র তরফেও ছবির নির্মাদের কিছু বদলের নির্দেশ দেওয়া হয়েছে।
6/6মিটি-তে নাম জড়ানো সাজিদ খানের বিগ বসে অংশ নেওয়া নিয়েও কম বিতর্ক হয়নি। শার্লিন চোপড়া থেকে শুরু করে একাধিক অভিনেত্রী সাজিদের নামে তুলতে থাকে নতুন নতুন অভিযোগ। তবে আপাতত ঘরবন্দি সাজিদ এসব কিছুই জানেন না! এদিকে বহু বিগ বস দর্শকের দাবি শো-তেও নাকি বিগ বস ও সলমন খান একটু বেশিই মাথায় তুলে রাখছে এই বিতর্কিত পরিচালককে।