OTT watch: কার্গিল বিজয় দিবসে দেশপ্রেমের অনন্য পাঠ, ঘরে বসে কোথায় দেখবেন শেরশাহ,লক্ষ্য-র মতো ছবি?
Updated: 27 Jul 2024, 11:38 PM ISTOTT watch: ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানের বিরুদ্ধ... more
OTT watch: ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে জয়ী হয় ভারতীয় সেনা। কিন্তু সেই জয় এমনি আসেনি, পরিবর্তে শহীদ হয় ৫২৭ জন ভারতীয় সেনা। অপারেশন বিজয়-কে ঘিরে রুপোলি পর্দায় কম ছবি তৈরি হয়নি। কার্গিল যুদ্ধ জয়ের ২৫ বছর পূর্তিতে কোথায় দেখবেন সেই সব ছবি।
লক্ষ্য: ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি কার্গিল যুদ্ধের ঐতিহাসিক ঘটনাগুলির উপর ভিত্তি করে একটি কাল্পনিক গল্প। ছবিতে লেফটেন্যান্ট করণ শেরিগালের ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। কীভাবে তিনি সন্ত্রাসবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করেন, একটি সেনা দলকে নেতৃত্ব দেন এবং বিজয়ের দিকে এগিয়ে যান, তা নিয়েই ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন ফারহান আখতার। হৃতিক ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রীতি জিনতা, অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং ওম পুরি। ছবিটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ওটিটিতে।
শেরশাহ: বিক্রম বাত্রার জীবন অবলম্বনে তৈরি হয়েছে 'শেরশাহ'। কার্গিল যুদ্ধে নিহত ক্যাপ্টেন বিক্রম বাত্রার গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। বিক্রম বাত্রাকে মরণোত্তর পরমবীর চক্র এবং শের শাহ উপাধিতে ভূষিত করা হয়েছিল। ছবির নাম নিয়ে এসেছিলেন পরিচালক বিষ্ণুবর্ধন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ছবিটি ২০২১ সালের ১২ আগস্ট সরাসরি অ্যামাজন প্রাইম ওটিটিতে মুক্তি পায়।