বাংলা নিউজ > বায়োস্কোপ > OTT Play Awards: ‘শেরশাহ’ থেকে ‘দ্য ফ্যামিলি ম্যান’, OTT Play Awards-এ হিন্দি বিনোদনের ঝোলা ভর্তি

OTT Play Awards: ‘শেরশাহ’ থেকে ‘দ্য ফ্যামিলি ম্যান’, OTT Play Awards-এ হিন্দি বিনোদনের ঝোলা ভর্তি

হিন্দির ভাঁড়ারে কী কী?

OTT Play Awards: সিনেমা থেকে সিরিজ— সব বিভাগেই প্রচুর পুরস্কার পেল হিন্দি বিনোদন জগত। জাতীয় স্তরের এই পুরস্কারের মঞ্চে হিন্দির ভাঁড়ারে কী কী? 

শনিবার রাতে দেশ সাক্ষী রইল জাতীয় স্তরের বিরাট এক পুরস্কার বিতরণির। সৌজন্যে OTT Play Awards।

ক্রমশ গুরুত্ব বাড়ছে OTT মাধ্যমের। বড়পর্দা এবং ছোটপর্দার সঙ্গে সমান তালে দৌড়োচ্ছে এই মাধ্যমও। এমন এক সময়ে OTT Play Awards-এর মতো একটি অনুষ্ঠান যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। আলাদা করে OTT মাধ্যমের জন্য স্বীকৃতি যে অত্যন্ত দরকারি, এবং সেই কাজে OTT Play Awards গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, তেমনই মত সকলের। 

এবারের OTT Play Awards-এ হিন্দি বিনোদন জগত থেকে ‘দ্য ফ্যামিলি ম্যান’ দু’টি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে নিল। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী। 

বেস্ট অ্যাক্টর-জুরি (সিরিজ): মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)

বেস্ট ওয়েব সিরিজ-পপুলার: দ্য ফ্যামিলি ম্যান

এছাড়াও হিন্দির ভাঁড়ারে এল বেশ কয়েকটি পুরস্কার। দেখে নিন তালিকা। 

বেস্ট ওয়েব অরিজিনাল ফিল্ম-পপুলার: শেরশাহ

বেস্ট ওয়েব অরিজিনাল ফিল্ম-জুরি: দশভি

বেস্ট ডিরেক্টর-ফিল্ম: সুজিত সরকার (সর্দার উধম)

বেস্ট ডিরেক্টর-সিরিজ: বিনোদ রাওয়াত, কপিল শর্মা (আরিয়া ২)

বেস্ট অ্যাক্টর মেল-পপুলার (ফিল্ম): কার্তিক আরিয়ান (ধামাকা)

বেস্ট অ্যাক্টর ফিমেল-পপুলার (ফিল্ম): তাপসী পান্নু (হাসিনা দিলরুবা)

বেস্ট অ্যাক্টর মেল-জুরি(ফিল্ম): ফারহান আখতার (তুফান)

বেস্ট অ্যাক্টর ফিমেল-জুরি(ফিল্ম): বিদ্যা বালন (জলসা)

বেস্ট অ্যাক্টর মেল-পপুলার (সিরিজ): তাহির রাজ ভাসিন (ইয়ে কালি কালি আঁখে)

বেস্ট অ্যাক্টর ফিমেল-পপুলার (সিরিজ): রবীনা ট্যান্ডন (আরণ্যক)

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল (ফিল্ম): সতীশ কৌশিক (থর)

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল (ফিল্ম): নেহা ধুপিয়া (আ থার্সডে)

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল(সিরিজ): পরমব্রত চট্টোপাধ্যায় (আরণ্যক)

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল (সিরিজ): কঙ্কনা সেনশর্মা (মুম্বই ডায়েরিজ ২৬/১১)

বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল (ফিল্ম): দীপক ডোবরিয়াল (গুড লাক জেরি)

বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোল (ফিল্ম): হর্ষবর্ধন রানে (হাসিনা দিলরুবা)

বেস্ট অ্যাক্টর ইন আ নেগেটিভ রোল (সিরিজ): কিশোর (শি ২)

বেস্ট ডেবিউ ফিমেল (ফিল্ম): নিমরত কউর

বেস্ট স্টোরি (সিরিজ): চারু দত্ত (আরণ্যক)

ব্রেকথ্রু পারফরম্যান্স অব দ্য ইয়ার ফিমেল: সারা আলি খান (আতরঙ্গি রে)

বেস্ট চ্যাট শো হোস্ট অন ওটিটি: করণ জোহর

বন্ধ করুন