অনেকের কাছে পুজো মানে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো আবার অনেকের ক্ষেত্রে পুজো মানে হলো ভর পেট খাওয়া দাওয়া আর কিছু দুর্দান্ত সিনেমা দেখা। তবে পুজোয় সিনেমা হলে পা রাখা যায় না ভিড়ের কারণে, তাই এই পুজোয় আপনাদের জন্য OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বেশ কিছু নতুন সিনেমা। অর্থাৎ ঘরে বসেই টিভির পর্দা কিংবা ল্যাপটপে দেখুন পছন্দের ছবি, তালিকায় রয়েছে বক্সঅফিস কাঁপানো স্ত্রী ২।
স্ত্রী 2: সম্প্রতি যে সিনেমা গুলি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘স্ত্রী 2’। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমাটি যদি এখনও না দেখে থাকেন তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় আপনি দেখতে পাবেন এই সিনেমাটি।
(আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অর্জুন মাথুর, বিয়ের ছবি হল ভাইরাল)
খেল খেল মে + সারফিরা: এই সপ্তাহে অক্ষয় কুমারের দুটি সিনেমা ওটিটিতে মুক্তি পেতে চলেছে একটি হল ‘খেল খেল মে’, অপরটি হল ‘সারফিরা’। ‘খেল খেল মে’ হল ২০১৬ সালের ইতালীয় কমেডি ড্রামা পারফেক্ট স্ট্রেঞ্জার-এর রিমেক। অন্যদিকে ‘সারফিরা’ হল ২০২০ সালের তামিল সিনেমা সোরারাই পত্রু সিনেমার রিমেক, যা জিআর গোপিনাথের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই দুটি সিনেমাই আপনি ডিজনি প্লাস হটস্টারে দেখে নিতে পারবেন।
বেদা: জন আব্রাহাম এবং শর্বরী অভিনীত এই অসাধারণ সিনেমাটি আপনি দেখতে পাবেন Zee 5-এ। এই সিনেমায় জন এবং শর্বরী ছাড়াও অভিনয় করেছেন অভিষেক ব্যানার্জি, আশীষ বিদ্যার্থী, রাজেন্দ্র চাওলা, অনুরাগ ঠাকুর এবং ঊর্বশী দুবে সহ আরও অনেকে।
(আরও পড়ুন: রেখা বা জয়া নয়, এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ১১টি হিট সিনেমা উপহার দেন বিগ বি)
ভাজহাই: সত্য ঘটনার ওপরে ভিত্তি করে তৈরি করা এই অসাধারণ সিনেমাটি আপনাকে ১৯৯৮ সালের তামিলনাড়ুর কথা মনে করিয়ে দেবে। এই তামিল সিনেমাটি আপনি দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে। এই সিনেমায় আপনি দেখতে পাবেন একটি স্কুলের ছাত্রকে যে রজনীকান্তের ভক্ত এবং বড় হয়ে সে হতে চায় একজন বড় নায়ক। সেই ছোট্ট ছাত্রের জীবনের বিভিন্ন ঘটনাই তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে।
মাথু ভাদালারা ২: এই তেলেগু সিনেমাটি আপনি দেখতে পাবেন নেটফ্লিক্স নামক ওটিটি প্লাটফর্মে। এই সিনেমায় দেখানো হবে এমন দুই এজেন্টকে, যাদের কাছ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল। কীভাবে তাঁরা নিজেদের নির্দোষ প্রমাণ করবেন, সেটাই দেখানো হবে এই সিনেমায়।