দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। অনেকেই বাড়িতে নবরাত্রি পালন করেন এই সময়। এক এক দিনে দেবীর এক এক রূপের পুজো করা হয়। তাছাড়াও অনেকে পুজোর কটা দিন বাড়িতে দেবী দুর্গার বিগ্রহ বা ছবি থাকলে সেখানেও পুজো করেন। তাছাড়াও পাড়ায় পাড়ায়, অ্যাপার্টম্যান্টে বা অনেকের বাড়িতে দুর্গাপুজো হয়। আর এই পুজোয় অর্পণ করা হয় ফুল। সাধারণত ঈশ্বরের সাজসজ্জায় ফুল, ফুলের মালা ব্যবহার করা হয়। তাছাড়াও নানা রীতির জন্য ফুল লাগে। কিন্তু এই রাশি রাশি ফুল ব্যবহারের পর তা নদীতে বা গাছের নীচে ফেলে দেওয়া হয়। এতে পরিবেশ দূষিত হয়।
তাই পরিবেশকে দূষিত করার পরিবর্তে ফুলগুলিকে ফেলে না দিয়ে সংরক্ষণ করে সেগুলিকে পুনর্ব্যবহার যোগ্য করতে পারেন এই সজহ পদ্ধতি অবলম্বণ করে। পুজোর কাজে ব্যবহৃত ফুল দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন সুগন্ধি ধূপ। শুনে খুব কঠিন মনে হলেও, এই কাজটি খুব কঠিন নয়। জেনে নিন কীভাবে পুজোয় ব্যবহৃত ফুল, পাতা ইত্যাদির সাহায্যে ঘরেই সুগন্ধি ধূপকাঠি তৈরি করা যায়।
আরও পড়ুন: পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত
ব্যবহৃত ফুল থেকে ধূপ তৈরির করার পদ্ধতি
প্রথমে পুজোয় ব্যবহৃত ফুল ও পাতা সংগ্রহ করে রোদে শুকিয়ে নিন। দুই থেকে তিন মুঠো ফুল যতক্ষণ না শুকিয়ে এক মুঠো সমান হচ্ছে। এবার সাবধানে মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। ফুলগুলো মিহি গুঁড়ো হয়ে গেলে তাতে এক কাপ ভালো মানের কর্পূর মেশান। কর্পূর মেশানোর আগে সেটাও ভালো করে গুঁড়ো করে নিন। এবার এতে সমান পরিমাণ কাঠের গুঁড়ো বা কাঠের জিনিস বানানোর সময় সে কাঠের ধুলো পাওয়া যায় তা যোগ করুন।
মনে রাখবেন যে কাঠের গুঁড়ো ফুলের পরিমাণের সমান দিতে হবে। অর্থাৎ যদি এক কাপ ফুলের গুঁড়ো থাকে, তাহলে অন্তত এক কাপ কাঠের গুঁড়ো থাকতে হবে। এবার একটি বড় পাত্রে এই সব জিনিস নিয়ে তাঁর সঙ্গে লোবান, গুগুল এবং চন্দনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
আরও পড়ুন: সর্বজনীন না সার্বজনীন, চাঁদার বিলে লেখা উচিত কোনটি? দু’টির মানে কি আদৌ এক
এবার এতে এক চামচ এসেনশিয়াল অয়েল দিন। এবার এতে আধা কাপ ঘি ও মধু মিশিয়ে নিন। আপনি প্রয়োজন অনুযায়ী ঘি এবং মধু যোগ করতে পারেন। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিন, লুচি তৈরির সময় যে ভাবে ময়দা থেকে লেচি কাটেন ঠিক সেইভাবে।
এটি খুব নরম হওয়ায় একে সহজেই আকার দেওয়া যায়। এটি নরম থাকা অবস্থায় একে ধূপের আকার দিন। তারপর ভালো করে শুকিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি ধূপ।