Bigg Boss Winners: বলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল বিগ বস। আজ ১৬ তম সিজনের ফিনালে। নতুন বিজয়ী পাওয়ার আগে দেখে নেওয়া যাক শেষ ১৫ বারের বিজয়ী কারা ছিলেন।
1/18ছোট পর্দার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল বিগ বস। কালার্স চ্যানেলে অনুষ্ঠিত হওয়া এই রিয়েলিটি শোতে যতই ঝগড়া, কূটকাচালি, পিএনপিসি হোক না কেন বহু মানুষই এই শোয়ের চরম ভক্ত। বলা যায় সেলেবদের হাঁড়ির খবর জানার জন্য এই শো অনেকেই দেখে থাকেন।
2/18২০০৬ সালে এই শোয়ের প্রথম পর্ব তথা সিজন প্রদর্শিত হয়েছিল। ২০০৬ থেকে ২০২২ এর মধ্যে মোট ১৬টি সিজন অনুষ্ঠিত হল। দেখে নেওয়া যাক এই ১৬ সিজনে কারা কোন বার বিজয়ী হয়েছিলেন।
3/18প্রথম সিজনে রাহুল রায় বিজয়ী হয়েছিলেন। তিনি ১ কোটি টাকা জিতেছিলেন প্রথম হয়ে। পেশায় রাহুল একজন অভিনেতা তথা প্রযোজক এবং প্রাক্তন মডেল। ১৯৯০ সালে আশিকি ছবির হাত ধরে তিনি বলিউডে পা রেখেছিলেন।
4/18দ্বিতীয় সিজনে প্রথম হন আশুতোষ কৌশিক। তিনিও ১ কোটি টাকা জিতেছিলেন। তিনি পেশায় একজন মডেল তথা অভিনেতা। তিনি এমটিভির হিরো হন্ডা রোডিজ ৫.০ জেতেন। এই সিজনে শিল্পা শেট্টি সঞ্চালক ছিলেন বিগ বসের।
5/18বিগ বস সিজন ৩ এর বিজয়ী হন বিন্দু দারা সিং। এই অভিনেতাও পুরস্কার হিসেবে ১ কোটি টাকা জিতেছিলেন। তাঁকে বহু ছবিতে দেখা গিয়েছিল। তৃতীয় সিজন অর্থাৎ বিন্দু যেবার প্রতিযোগী ছিলেন সেবার অমিতাভ বচ্চন সঞ্চালক ছিলেন।
6/18সিজন ৪ এর বিজয়ী হন শ্বেতা তিওয়ারি। তিনি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। কাসৌটি জিন্দেগি কী ধারাবাহিকের জন্য উনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন।
7/18২০১১ সালে অনুষ্ঠিত হওয়া সিজন ৫ এর বিজয়ী ছিলেন জুহি পারমার। কুমকুম এক পেয়ারা সা বন্ধন ধারাবাহিক খ্যার এই অভিনেত্রী পুরস্কার স্বরূপ ১ কোটি টাকা পেয়েছিলেন।
8/18উর্বশী ঢোলাকিয়া সিজন ৬ এর বিজয়ী হন। তাঁকে কাসৌটি জিন্দেগি কী ধারাবাহিকে দেখা গিয়েছিল।
9/18গওহর খান সিজন ৭ এর বিগ বস খেতাব জেতেন। তাঁকে একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গিয়েছে। তিনি ৫০ লাখ পেয়েছিলেন পুরস্কার হিসেবে।
10/18সিজন ৮ এর বিজয়ী হন গৌতম গুলাটি। তিনিও পুরস্কার হিসেবে ৫০ লাখ টাকা পান। এই অভিনেতাকে সলমন খানের সঙ্গে বীর ছবিতে দেখা গিয়েছিল।
11/18সিজন ৯ এর খেতাব জেতেন প্রিন্স নারুলা। তবে কেবল বিগ বস সিজন ৯ নয়, তিনি এমটিভি রোডিজ এক্স ২ এবং স্প্লিটসভিলার খেতাবও জয় করেন।
12/18সিজন ১০ এর খেতাব জেতেন মনবীর গুরজার। ইনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি পুরস্কার হিসেবে ৫০ লাখ টাকা পেয়েছিলেন।
13/18সিজন ১১ এর খেতাব জয় করেন শিল্পা শিন্ডে। এই অভিনেত্রী ১৯৯৯ সালে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তবে বিগ বসে এসে তাঁর পরিচিতি বাড়ে।
14/18সিজন ১২ এর খেতাব জয় করেছিলেন দীপিকা কক্কর। সাসুরাল সিমর কা ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল। তিনি পুরস্কার হিসেবে ৩০ লাখ টাকা পান।
15/18১৩ তম সিজনের বিজয়ী হন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বালিকা বধূ খ্যাত অভিনেতা এই রিয়েলিটি শোতে এসে অনেকের মন জয় করে নেন।
16/18সিজন ১৪ এর খেতাব জয় করেন রুবিনা দিলায়েক। তিনিও ছোট পর্দার একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।
17/18সিজন ১৫ এর খেতাব জিতে নেন তেজস্বী প্রকাশ। ইনি একজন হিন্দি এবং মারাঠি অভিনেত্রী। তিনি এবং করণ কুন্দ্রা বর্তমানে সম্পর্কে রয়েছেন।
18/18এবার দেখার পালা এটাই যে সিজন ১৬ এর খেতাব কার দখলে যায়!