শনিবার শ্যুটিং সেটে ছাদ ভেঙে জখম হন অভিনেতা অর্জুন কাপুর, প্রযোজক জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাসসির আজিজ-সহ বেশ কয়েকজন। 'মেরে হাজব্যান্ড কি বিবি'র সেটে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার কারণে আপাতত কিছুদিনের জন্য শ্যুটিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি।
বিএন তিওয়ারি এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু অনেক কিছুই হতে পারত, আমারা ভাগ্যবান যে তেমন বড় কিছু ঘটেনি। তাই যেখানে শ্যুটিং হচ্ছিল সেখানে আপাতত শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। সঠিক ভাবে নজরদারির ও রক্ষনাবেক্ষণের অভাবের কারণে স্টুডিয়োর ছাদ ভেঙে পড়ে। তাই নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'
আরও পড়ুন: সইফের উপর হামলার ঘটনার রেশ কাটেনি, এরই মধ্যে ফের বিপত্তি! এবার ছাদ ভেঙে জখম অর্জুন কাপুর
বিএন তিওয়ারি আরও বলেছেন যে, ‘আমরা দিল্লিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও ইন্ড্রাস্টির শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে একটি চিঠি পাঠিয়েছি। আমরা ফিল্ম সিটিকেও চিঠি দিয়েছি। ভিত্তিগুলি এত পুরানো যে সেগুলি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। তাই স্ট্রাকচারাল অডিট করতে হবে। দুর্ঘটনার ক্ষেত্রে অগ্নি নিরাপত্তার জন্য কোনও অতিরিক্ত গেট নেই। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি ভগবানের দয়ায় চলছে, কিন্তু ভগবানও বা কতদিন এইসব দেখবেন।’
এফডব্লিউআইসিই সভাপতি বলেন, ‘টিভি আসার পর থেকে এই সমস্যা বেড়েছে, কারণ মানুষকে এক দিনে অনেকটা শ্যুটিং করতে হয়। অনেক সময় অনেক কিছু সরাসরি সম্প্রচার করতে হয়। কোনও নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার নেই, জব সিকিউরিটি নেই। তার মধ্যে এই ধরনের ঘটনা প্রতিদিনই ঘটছে। কিন্তু ক্ষতিপূরণের বেলায় সবাই চুপ। অনেকে তো অনেক বিষয় কথাই বলতে পারে না, কাজ চলে যাওয়ার ভয়ে।’
বিএন তিওয়ারিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সেটে এই জাতীয় ঘটনা যাতে না ঘটে তার দায়কে নেবে? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এক্ষেত্রে ছবির পরিচালকের অনেকটা দায়িত্ব রয়েছে। তবে তাঁর থেকেও বেশি দায়িত্ব রয়েছে স্টুডিয়ো মালিকের। তাঁরা কেবল স্টুডিয়ো তৈরি করেই খালাস। তা রক্ষণাবেক্ষণ না করেই বুকিং নিতে থাকে। সরকার ব্যবস্থা না নিলে মুম্বইয়ে আর ছবির শ্যুটিং হবে না। বর্তমানে ৮০ শতাংশ ছবির শ্যুটিং শহরের বাইরে হচ্ছে, কারণ কোনও ওয়ান-উইন্ডো অনুমতি নেই, যদি না আপনি কোনও স্টুডিয়োর সঙ্গে জড়িত থাকেন। মহারাষ্ট্র ছাড়া অন্য রাজ্যগুলি কিন্তু সেই সুযোগ দেয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ যা করতে পারি তা হল আমাদের কর্মীদের শ্যুটিং থেকে সরিয়ে নেওয়া। হয়তো এটা তাঁদের বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে ভাবতে বাধ্য করবে।’
প্রসঙ্গত, 'মেরে হাজব্যান্ড কি বিবি' ছবিতে অর্জুন কাপুর ছাড়াও রয়েছেন ভূমি পেডনেকর এবং রাকুল প্রীত সিং।