বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreema Bhattacherjee: আন্দামানে ছুটি কাটাতে গিয়ে বিপত্তি! দুর্ঘটনার কবলে ‘দ্যুতি’, কেমন আছেন শ্রীমা?

Shreema Bhattacherjee: আন্দামানে ছুটি কাটাতে গিয়ে বিপত্তি! দুর্ঘটনার কবলে ‘দ্যুতি’, কেমন আছেন শ্রীমা?

দুর্ঘটনার কবলে শ্রীমা

Shreema Bhattacherjee: ক্রিসমাসের ছুটিতে আন্দামানে উড়ে গিয়েছিলেন শ্রীমা। সেখানে কী ঘটল ‘গাঁটছড়া’র দ্যুতির সঙ্গে? 

সারা বছর শ্যুটিং-এর ব্যস্ততা। মেগা সিরিয়ালের নায়িকারা ছুটি পান না বলেই চলে, বছরের শেষ কয়েকটা দিনের ছুটি মিলতেই শহর ছেড়ে আন্দামানে পাড়ি দিয়েছিলেন ‘গাঁটছড়া’র দ্যুতি। সাগরঘেরা দ্বীপ থেকে একের পর এক ‘হট’ ছবিও ভাগ করে নিচ্ছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। কিন্তু আচমকাই ঘটল বিপত্তি! ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী।

জানা গিয়েছে স্কুটি দুর্ঘটনায় চোট পেয়েছেন শ্রীমা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চোট খুব বেশি গুরুতর নয়, পায়ে লেগেছে নায়িকার। খুব বেশি ক্ষতি হয়নি। ইতিমধ্যেই কলকাতায় ফিরে ‘গাঁটছড়া’র শ্যুটিং-এ যোগ দিয়েছেন শ্রীমা। খবর, ক্রিসমাস মিটতেই এক সপ্তাহের জন্য আন্দামান গিয়েছিলেন খড়ির দিদি। গত ২রা জানুয়ারি কলকাতা ফিরেছেন, পায়ে হালকা চোট থাকলেও এমনিতে ফিট শ্রীমা।

আরও পড়ুন-‘১১ টাকা পারিশ্রমিক চাইল’! ‘মাটির মানুষ’ অরিজিতের জীবন-দর্শনে মুগ্ধ শ্রীজাত

আন্দামানে কখনও পোলকা ডট বিকিনিতে পোজ দিয়েছেন শ্রীমা, আবার কখনও সম্পূর্ণ কালো পোশাকে সমুদ্রের জলে পা ভিজিয়েছেন। নতুন বছরের শুরুটা যে অভিনেত্রীর মন্দ হয়নি তা জানান দিচ্ছে শ্রীমার ইনস্টাগ্রামের দেওয়াল। অন্যদিকে নতুন বছরে নতুন প্রেমে পড়ার ইঙ্গিতও দিয়েছেন শ্রীমা।

বৃহস্পতিবারই সমুদ্র সৈকতের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘নতুন প্রেম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো না’। মাস কয়েক আগেই শ্রীমার চর্চিত প্রেম ভাঙার খবর সামনে এসেছিল। ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে শ্রীমার প্রেমের উড়ো খবর সামনে এসেছিল গত বছরের মাঝামাঝি সময়ে। মাসখানেক যেতে না যেতেই ছন্দপতন। কনিষ্কের সঙ্গে মাখোমাখো ছবি মুছে দেন নায়িকা, পরস্পরকে ইনস্টায় আনফলো করেনও তাঁরা। যদিও বিতর্ক নিয়ে সাফাই দিতে গিয়ে পুরোটাই গুজব বলে উড়িয়ে দেন শ্রীমা। জানান, তিনি ও কনিষ্ক শুধু বন্ধু!

<p>শ্রীমার ইনস্টাগ্রাম স্টোরি</p>

শ্রীমার ইনস্টাগ্রাম স্টোরি

এর আগে ২০২০ সালের মার্চ মাসে গৌরব রায়চৌধুরীর সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন শ্রীমা। কিন্তু তা বছরঘুরতেই ভেঙে যায়। সেইসময়ও প্রেমিকের ছবি মুছে দিয়েছিলেন গাঁটছড়ার দ্যুতি।

আরও পড়ুন-অমিতাভের নাতিকে ডেট করছে শাহরুখ কন্যা! সুহানা-অগস্ত্যর সম্পর্কে খুশি বচ্চন পরিবার

অন্যদিকে ‘গাঁটছড়া’ সিরিয়ালে সদ্য গল্পের মোড় ঘুরেছে। ইশা হয়ে ফিরে এসেছেন শোলাঙ্কি। অন্যদিকে রাহুল-দ্যুতির রসায়নেও এসেছে নয়া টুইস্ট। নতুন বছরে কী মোড় নেবে গল্প? 'ঋদ্ধিমান সিং রায়ের পথের কাঁটা' ইশা কীভাবে তাঁর প্রেমে ধরা দেবে? সেই দিকেই তাকিয়ে দর্শক।

 

বন্ধ করুন