বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankushree Maity Second marriage: মেয়ে কোলে ‘দ্বিতীয়’ বিয়ে! কটাক্ষের শিকার গাঁটছড়া-র কিয়ারা, কী জবাব অঙ্কুশ্রীর?

Ankushree Maity Second marriage: মেয়ে কোলে ‘দ্বিতীয়’ বিয়ে! কটাক্ষের শিকার গাঁটছড়া-র কিয়ারা, কী জবাব অঙ্কুশ্রীর?

মেয়ে কোলে ‘দ্বিতীয়’ বিয়ে! কটাক্ষের শিকার গাঁটছড়া-র কিয়ারা, কী জবাব অঙ্কুশ্রীর?

Ankushree Maity Second marriage: টলিউডে ডিভোর্স ট্রেন্ডের মাঝেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী অঙ্কুশ্রী মাইতি? 

ছোটপর্দার পরিচিত মুখ অঙ্কুশ্রী মাইতি। গাঁটছড়া ধারাবাহিকে খড়ির ননদিনি কিয়ারার চরিত্রে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছিলেন অঙ্কুশ্রী। খুব শীঘ্রই বড়পর্দাতেও দেখা যাবে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড অ্যাক্টিভ এই সুন্দরী। অঙ্কুশ্রী সিঙ্গল মাদার। একা হাতে নিজের মেয়ের সব দায়িত্ব পালন করেন তিনি।

মাতৃত্বকে আড়াল করারও চেষ্টা করেননি কোনওদিন। মিশুক অর্থাৎ আমাইরাকে ঘিরেই অঙ্কুশ্রীর গোটা জগত। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী, কিন্তু টেকেনি সেই সম্পর্ক। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় 'সুখবর' দেন অঙ্কুশ্রী। মেহেন্দি রাঙানো হাতের ছবি পোস্ট করে লেখেন, ‘ব্রাইড টু বি’। হবু কনের ছবিতে কমেন্টের বন্যা। অনেকেই নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানান অঙ্কুশ্রীকে, কেউ জানতে চান হবু বরের পরিচয়। কেউ কেউ আবার বিদ্রুপ-কটাক্ষ করেন অভিনেত্রীকে। একজন লেখেন, ‘লজ্জাও করে না! কটা বিয়ে করবেন, একটা মেয়ে আছে তবু লজ্জা নেই’।

তবে অঙ্কুশ্রীর মেহেন্দি রাঙানো হাতের ছবি দেখ শ্বেতা অর্থাৎ শ্যামোলী লেখেন, ‘কর, কর তবে আমাকে ফাঁকি দিস না’। হবু মা প্রীতি বিশ্বাস লেখেন, ‘অনেক অভিনন্দন, তোর জন্য খুব খুশি’।

আরও পড়ুন-‘কিছু স্কাউন্ড্রেল রাজনীতিতেও দরকার’, বলতেন বুদ্ধদেব, স্মৃতিচারণায় ‘পাড়াতুতো দাদা’ রুদ্রপ্রসাদ

তাহলে কি সত্যি দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন অঙ্কুশ্রী? আজ্ঞেঁ না! ফটোশ্যুটের জন্য হাতে মেহেন্দি লাগিয়ে ছবি পোস্ট করেছেন অঙ্কুশ্রী। আপতত দ্বিতীয় বিয়ের কোনও পরিকল্পনা নেই তাঁর। কেরিয়ারই এখন অঙ্কুশ্রীর মূল ফোকাস। পাশাপাশি মেয়েকে বড় করতে চান নিজের মতো করে।

বিয়ে নিয়ে কটাক্ষের জবাব দিতেও ছাড়েননি অঙ্কুশ্রী। লেখেন, ‘গত দুদিনে অনেক কমেন্ট, শুভেচ্ছা বার্তা পেয়েছি। অনেকে লোকের মেসেজ পেয়েছি, সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত।….. তবে আমি বিয়ে করছি না। ওটা একটা প্রোমোশন্যাল শ্যুট ছিল মেহেন্দির। কোনও ক্যাপশন পাচ্ছিলাম না তাই ব্রাইড টু বি লিখে দিয়েছিলাম। আর তাতে এত মানুষের ভালোবাসা আর এত নেগেটিভ মন্তব্য পেলাম… যাই হোক বিয়ে করার কোনও প্ল্যান নেই আমার। তবে যদি কখনও করি, তাহলে সেই খবরটা নিশ্চয় তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো…’।

রাজর্ষি দের পরিচালনায় আসছে 'আবার কাঞ্চনজঙ্ঘা'র সিক্যুয়েল 'এবার দার্জিলিং'। সেই ছবিতে সমকামীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ্রী। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা থাকছেন। আপতত কেরিয়ারেই মন অঙ্কুশ্রীর।

বায়োস্কোপ খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.