উৎসবের মাঝেই অশনি সংকেত। ফিরে আসছে পুরনো শত্রু। আর ইতিমধ্যেই সেই আঁচ পেয়ে গিয়েছে খড়ি।
বেশ কয়েক দিন আগেই বিদেশ থেকে কলকাতায় ফিরেছে ডি। দত্তদের সঙ্গে হাত মিলিয়ে খড়ির পরিবারের ক্ষতিসাধনেরও চেষ্টা করে সে। কিন্তু শেষমেশ সফল হয় না। তার পরেও আরও এক নতুন চাল। সিংহ রায়দের গয়নার বাক্স হাতিয়ে নেওয়াই আপাতত 'ডি'-এর মূল লক্ষ্য।
কিন্তু এই অচেনা শত্রু কি আদৌ অচেনা? সে আদতে সিংহ রায় পরিবারেরই অংশ নয় তো? বহু বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল দাদু-ঠাম্মির মেজো সন্তান। কোনও এক গুরুতর অন্যায়ের জন্য পরিবার থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। সিংহ রায়দের থেকে প্রতিশোধ নিতেই ফের 'ডি' রূপে আবির্ভাব হয়নি তো তার! এমন আশঙ্কাও পুরোপুরি নাকচ করে দেওয়া যাচ্ছে না!
ফাঁকা সিংহ রায় বাড়িতে গয়নার বাক্স চুরি করতে যায় 'ডি'-এর পাঠানো লোকেরা। মোক্ষম সময়ে তাদের আটকাতে গিয়ে মাথায় চোট পায় বনি। আর পুলিশের চোখে ধুলো দিয়ে সেই বাক্স নিয়ে পালায় দুষ্কৃতীরা।
(আরও পড়ুন: গুরুতর এক অপরাধের সঙ্গে জড়িয়ে ঋদ্ধি? খড়ির জীবনে নতুন ঝড়ের ইঙ্গিত)
নিজেদের বাড়িতে ঘটে যাওয়া এত কাণ্ডের কথা যদিও এখনও সিংহ রায় পরিবারের সদস্যদের অজানা। আপাতত ভট্টাচার্য বাড়িতে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে তারা। উৎসবের মাঝেই কি মাথাচাড়া দেবে নতুন বিপদ? ফের ভাঙন ধরবে ঋদ্ধি-খড়ির পরিবারে? এখন সেটাই দেখার।