বাংলা নিউজ > বায়োস্কোপ > Gaatchora Latest Episode: ডি-এর আসল পরিচয় জানতে মরিয়া খড়ি! সিংহ রায় পরিবারের এই অচেনা শত্রু আসলে কে?

Gaatchora Latest Episode: ডি-এর আসল পরিচয় জানতে মরিয়া খড়ি! সিংহ রায় পরিবারের এই অচেনা শত্রু আসলে কে?

ডি-এর আসল পরিচয় জানতে পারবে খড়ি?

ডি কে নিয়ে নতুন প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে খড়ির মনে। সিংহ রায় পরিবারের অচেনা শত্রু কি তাদেরই কাছের কেউ?

সিংহ রায় পরিবারের বিপদ যেন শেষ হতে চায় না। ফিরে এসেছে তাদের পুরনো শত্রু ডি। খড়ি এবং ঋদ্ধির জীবনেও ঝড় আনবে সে।

একের পর এক চাল চলছে ডি। প্রথমে দত্তদের সঙ্গে হাত মিলিয়ে সিংহ রায় পরিবারের ক্ষতিসাধনের চেষ্টা করে সে। কিন্তু ব্যর্থ হওয়ায় অবশেষে ময়দানে নামে একাই। সিংহ রায় পরিবারের সোনার বাক্স হাতিয়ে নেওয়ার জন্য তাদের বাড়িতে দুষ্কৃতী পাঠায় ডি। মোক্ষম সময়ে তাদের আটকাতে গিয়ে মাথায় চোট পায় বনি। দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করে ঋদ্ধিও। আর বিপদের সময় তাকে সাহায্য করে প্রসূন। নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে আহতও হয় সে। কিন্তু শেষমেশ ডি-এর লোকেদের পরাস্ত করতে পারে না তারা। সেই বাক্স নিয়ে পালাতে সফল হয় দুষ্কৃতীরা।

এক সময়ে সিংহ রায় পরিবারে ফাটল ধরানোর চেষ্টা করেছিল প্রসূন। ঋদ্ধি-খড়ির মধ্যেও দূরত্ব তৈরি করার চেষ্টা করে সে। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় প্রসূন। তাকে পরিবারের সদস্যদের সামনে নিয়ে যায় ঋদ্ধি-খড়ি। বাড়ির জামাইকে তার ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দেয় তারা। প্রথমে আপত্তি জানালেও শেষমেশ প্রসূনকে ক্ষমা করে দেয় পরিবারের সকলেই।

ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে ভট্টাচার্য বাড়িতে। অথচ উৎসবের দিনের দ্যুতির পাশে নেই রাহুল। স্বামীকে জেল থেকে ছাড়িয়ে আনার সিদ্ধান্ত নেয় দ্যুতি। রাহুলকে তার ভুল শুধরে নেওয়ার আরও একটি সুযোগ করে দেয় সে।

(আরও পড়ুন: সিংহ রায় পরিবারেরই সদস্য ডি? 'গাঁটছড়া'র গল্পে অভাবনীয় মোড়!)

অন্য দিকে, ডি-কে নিয়ে নতুন প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে খড়ির মনে। সিংহ রায় পরিবারের অচেনা শত্রু কি তাদেরই কাছের কেউ? এই রহস্যের জট কি আদৌ সে খুলতে পারবে? সামনে আসবে ডি-এর আসল পরিচয়? এখন সেটাই দেখার।

বায়োস্কোপ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.