একের পর এক সমস্যার সম্মুখীন খড়ি। দুঃসময় যেন কাটতেই চায় না।
জীবনের নতুন অধ্যায় শুরু খড়ির। স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে আর্ট কলেজে ভর্তি হয়েছে সে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে এক সময় শিক্ষকতা করত তার জেঠু। কয়েক বছর একটি পথ দুর্ঘটনায় সেই জেঠুকেই হারায় খড়ি। তার খুনীদের খুঁজে বার করতে কোনও ত্রুটি রাখছে না সে।
খড়ির জেঠুর মৃত্যুর নেপথ্যে সত্যিটা জানতে থানায় ছুটে যায় ঋদ্ধি। সৌম্যর থেকে সাহায্যও চায়। ঋদ্ধিকে জানানো হয়, খড়ির সব চেয়ে কাছের মানুষের মৃত্যুর জন্য দায়ী সে। কোনও এক দীপাবলির রাতে তার গাড়ির তলায় চাপা পড়েই নাকি প্রাণ হারায় খড়ির জেঠু। সেই রাতের কথা যদিও কিছুতেই মনে করতে পারছে না ঋদ্ধি।
অন্য দিকে, সিংহ রায় পরিবারে খুশির মরশুম। আলোয়-আলোয় সেজে উঠবে বাড়ি। কিন্তু সেই আনন্দ আদৌ কত ক্ষণের? ডি-এর সঙ্গে হাত মিলিয়ে ঋদ্ধির পরিবারে ফাটল ধরানোর চেষ্টা করছে প্রসূন। সেই লক্ষ্য পূরণ করতেই নিজের ভুল শুধরে নেওয়ার নাটক চালিয়ে যাচ্ছে সে।
(আরও পড়ুন: নতুন অধ্যায় শুরু খড়ির জীবনে! কোন দিকে মোড় নিচ্ছে 'গাঁটছড়া'র গল্প)
সেই পথ দুর্ঘটনায় ঋদ্ধির ভূমিকা এখনও খড়ির অজানা। সে ভাবছে, জেঠুর খুনিকে খুঁজে বার করতে তাকে সাহায্য করবে ঋদ্ধিও। কিন্তু সত্যিটা সামনে আসার পর কী করবে খড়ি? ফের বাড়বে তাদের সম্পর্কে ফাটল ধরবে? এখন সেটাই দেখার।