অবশেষে সত্যিটা সামনে এসেছে। ধরা পড়েছে সিংহ রায়দের আসল শত্রু। দত্তদের ষড়যন্ত্র সামনে এসেছে। ফাঁস হয়েছে রাহুলের আসল চেহারা।
দত্তদের সঙ্গে হাত মিলিয়ে নিজেরই পরিবারের ক্ষতি করছিল রাহুল। তার ফোন থেকে যাবতীয় তথ্যপ্রমাণ জোগাড় করে রেখেছিল ঋদ্ধি। কোন কারসাজির মাধ্যমে রাহুল তাকে এবং খড়িকে দোষী সাব্যস্ত করেছিল, তা-ও সকলের সামনে চলে আসে। এমনকী সে যে দ্যুতিরও ক্ষতি করার চেষ্টা করেছিল, সে কথাও চাপা থাকে না।
অবশেষে নিজের ভুল শিকার করে নেয় রাহুল। ক্ষমাও চেয়ে নেয় সকলের কাছে। কিন্তু তাতে কোনও লাভ হল না। রাহুলকে পুলিশের হাতে তুলে দেয় তার মা।
অন্য দিকে, 'ডি'-এর সঙ্গে দত্তদের যোগসূত্র খুঁজে পায় বনি। সিংহ রায় পরিবারের চেনা শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে তাদের অচেনা শত্রু। এ বার তাকে খুঁজে বার করার পালা। এ সবের মাঝেই বনির কাছে ক্ষমা চেয়ে নেয় মধুজা। নিজের ভুল শিকার করতে দ্বিধা করে না সে। সিংহ রায় বাড়িতে থেকে যাওয়ার জন্য তাকে অনুরোধও করে। কিন্তু শাশুড়ির কথা রাখল না বনি। তার অভিমানের বরফ এখনও গলেনি।
(আরও পড়ুন: টিআরপি পড়ে যেতেই নতুন মোড় 'গাঁটছড়ায়'! শুক্রবারের পর্বে টানটান উত্তেজনা)
রাহুল জেলে। স্বামীর অন্যায়ের প্রতিবাদ করলেও তার জন্য মনকেমন দ্যুতির। রাহুলের এই পরিণতির জন্য নিজেকে দায়ী করছে সে।
(আরও পড়ুন: কী ভাবে অয়না-কুণালের বিয়ে আটকাল ঋদ্ধি? 'গাঁটছড়া'র নয়া পর্বের গল্প জেনে নিন)
সাময়িক ভাবে বিপদ কেটেছে। ঋদ্ধি-খড়ির জীবনে আপাতত প্রেমের মরশুম। একে অপরের কাছে আসছে তারা। আর কাউচে নয়, এ বার ঋদ্ধির সঙ্গে একই বিছানায় শোবে খড়ি। দাম্পত্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তার। এ বার কোন দিকে মোড় নেবে তাদের সম্পর্ক? এখন সেটাই দেখার।