বাংলা নিউজ > বায়োস্কোপ > Gaatchora Latest Episode: অতিথিদের সামনেই কিয়ারাকে বনির পিটুনি! আরও একবার কাঠগড়ায় খড়ি

Gaatchora Latest Episode: অতিথিদের সামনেই কিয়ারাকে বনির পিটুনি! আরও একবার কাঠগড়ায় খড়ি

বনির পাশে খড়ি।

মনোমালিন্যের মাঝেই বনি-কুণালের ভাত-কাপড়ের অনুষ্ঠান হয়। শার্ট-প্যান্ট ছেড়ে শাড়ি পরে এক্কেবারে নাজেহাল সিংহ রায় বাড়ির ছোট বৌ। কোনও মতে নিজেকে সামলায় সে।

স্বামী-স্ত্রীর বিবাদ এখনও বহাল। ঋদ্ধির চোখে এখনও দোষী খড়ি। তবে হার মানার পাত্র নয় সিংহ রায় বাড়ির বড় বৌ। জানিয়ে দেয়, নিজের দায়িত্ব সে নিজেই নেবে। শ্বশুরবাড়ির কাছে ঋণী হয়ে থাকবে না।

মনোমালিন্যের মাঝেই বনি-কুণালের ভাত-কাপড়ের অনুষ্ঠান হয়। শার্ট-প্যান্ট ছেড়ে শাড়ি পরে এক্কেবারে নাজেহাল সিংহ রায় বাড়ির ছোট বৌ। কোনও মতে নিজেকে সামলায় সে। অনিচ্ছা সত্ত্বেও বনির হাতে ভাত-কাপড় তুলে দেয় কুণাল। আর তখনই নিজের কেরামতি দেখায় কিয়ারা। বনিকে বিপাকে ফেলতে তাকে ধাক্কা দেয় সে। কুণালের দেওয়া থালা প্রায় পড়ে যাচ্ছিল নতুন বৌয়ের হাত থেকে। তখনই তাকে সামলে নেয় খড়ি। ফের পুত্রবধূকে কাঠগড়ায় তোলে মধুজা। চলতে থাকে দোষারোপ। বনি যদিও জানে, কার জন্য এই ঝামেলার সূত্রপাত।

নবদম্পতির জন্য রিসেপশনের আয়োজন করা হয়। দুই দিদি মিলে সাজিয়ে তোলে বনিকে। অন্য দিকে, ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতির মুখে ঋদ্ধি। তারই মধ্যে পার্টিতে শুরু নতুন বিতণ্ডা। বনিকে ফের বিপাকে ফেলার চেষ্টা করে কিয়ারা। এ বার মেজাজ হারায় বনি। অতিথিদের সামনেই ননদকে উত্তম মধ্যম পেটায় সে। ব্যস, আরও একবার কাঠগড়ায় সিংহ রায় বাড়ির নতুন বৌ। বোনের পাশে দাঁড়ায় খড়ি। আর তাতেই যেন রাগ বেড়ে যায় ঋদ্ধির।

এ ভাবেই কি দূরত্ব বাড়তে থাকবে তাদের? কী হবে ঋদ্ধি-খড়ির সম্পর্কের পরিণতি? এখন সেটাই দেখার।

বন্ধ করুন