গ্রাব্রিয়েল ফ্রেইটাস, একজন ব্রাজিলিয়ান রিয়ালিটি টিভি তারকা হওয়ার পাশাপাশি তিনি একজন সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ছিলেন। কিছু মাস আগে আচমকাই ১৭৪ কেজি ওজন কমানোর জন্য খবরের শিরোনামে এসেছিলেন তিনি। কিন্তু সেটাই অবশেষে কাল হল। মাত্র ৩৭ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন তিনি।
গ্রাব্রিয়েলের ঘনিষ্ঠ বন্ধু রিকার্ডো এই বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেছিলেন, ঘুমের মধ্যে মারা গেছেন গ্রাব্রিয়েল। শেষ পর্যন্ত বাঁচার জন্য লড়াই করেছিলেন কিন্তু অবশেষে চিরঘুমের দেশে চলে গেলেন তিনি। ওঁর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। টেলিভিশন ভালো একজন মানুষ ছিলেন। বড় মনের মানুষ।
আরও পড়ুন: আমেরিকা থেকে 'ভালোবাসার টানে' মুম্বই ফিরলেন বনিতা! বললেন, 'ভারতেই থাকতে চাই, কিন্তু ওখানে...'
আরও পড়ুন: বন্ধুত্বের নয়া আখ্যান রচনা লেসলি-অনিন্দ্যর, ‘ইয়ারো দোস্তি’তে গান শোনানো হল ‘বিকেলবেলা’য়
গ্রাব্রিয়েল হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ওজন কমানোর পর। সোশ্যাল মিডিয়ায় এই গোটা জার্নিটি তিনি শেয়ার করেছিলেন। শৃঙ্খলাবদ্ধভাবে চেষ্টা করার পর তিনি এত ওজন কমাতে সক্ষম হয়েছিলেন যা সত্যি প্রশংসার যোগ্য ছিল। খুব স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু সকলকে হতবাক করে দিয়েছে।
Instagram এ প্রায় ৭ লক্ষের বেশি ফলোয়ার ছিল গ্রাব্রিয়েলের। ২০১৭ সালে একটি ব্রাজিলিয়ান টিভি শোয়ে গোটা বিষয়টি তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ২৯ বছর বয়সী ছেলে। আমার ওজন ৩২০ কেজি। এই ওজন আমি কমাব কোনও সার্জারি বা ওষুধ ছাড়া। গোটা বিষয়টি আপনাদের সঙ্গে ভাগ করে নেব।
নিজের তৈরি করা ইউটিউব চ্যানেলে গোটা বিষয়টি সকলের সামনে তুলে ধরেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়েছিল তাঁর অনুরাগীর সংখ্যা। ভক্তরাও প্রয়োজনীয় টিপস দিতেন তাঁকে। নিজের ওজন কমানোর জন্য সবদিক দিয়েই চেষ্টা করেছিলেন, সফলও হয়েছিলেন।
আরও পড়ুন: কে বলবে দুই ছেলের মা, ৪৪-এও টানটান মেদহীন শরীর করিনার! 'এখনও এই চেহারা…' পাগল ভক্তরা
মাত্র দেড় বছরের মধ্যে তিনি ২০৩ কেজি ওজন কমিয়ে ১১৪ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছিলেন। মূলত ওজন কমানোই তাঁর প্রধান টার্গেট ছিল। তবে ওজন কমানোর জন্য তিনি যে ডায়েট চার্ট ফলো করেছিলেন তা শরীরের পক্ষে ক্ষতিকারক ছিল।নিজের দেহের চাহিদা পূরণ করতে না পারার জন্যই অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল তাঁকে।