বাংলা নিউজ > বায়োস্কোপ > Gadar 2 Anti-Pak Dialogues: ‘ওরা মারলে দোষ নেই, আমরা সংলাপ লিখলে দোষ?’ পাকিস্তান বিরোধিতা নিয়ে গদর ২-এর লেখক

Gadar 2 Anti-Pak Dialogues: ‘ওরা মারলে দোষ নেই, আমরা সংলাপ লিখলে দোষ?’ পাকিস্তান বিরোধিতা নিয়ে গদর ২-এর লেখক

গদর ২-এর সংলাপ নিয়ে কী বলছেন ছবির লেখক?

Gadar 2: সানি দেওলের ছবিতে পাকিস্তান বিরোধী সংলাপ ভর্তি। এই প্রসঙ্গে কী বলছেন ছবির লেখক?

এখনও থামেনি ‘গদর ২’-এর রথ। প্রচণ্ড গতিতেই ছুটে চলেছে এই ছবি। এহেন পরিস্থিতিতে এই ছবি নিয়ে যে নানা ধরনের আলোচনা হবেই, নানা নতুন প্রসঙ্গে উঠে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। হালে যেমন আলোচনায় এসেছে এই ছবির সংলাপ। অনেকেই এই ছবির সমালোচনা করেছেন, এতে খুব তীব্র ভাষায় পাকিস্তান বিরোধী সংলাপ লেখা হয়ছে বলে। এই প্রসঙ্গে কী বলছেন ছবির লেখক?

(আরও পড়ুন: ‘গদর’-এর পরে কাজ পাননি, ‘কঠিন সময়’ নিয়ে সরব সানি! জানালেন ভিতরের খবর)

সম্প্রতি বলিউড হাঙ্গামা নামের এক সংবাদমাধ্যমের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছেন ছবির লেখক শক্তিমান তলওয়ার। বলিউডে যাঁকে সকলে চেনেন শুধুমাত্র শক্তিমান নামেই। তিনিই এই ছবির লেখক। শুধু এটি নয়, এর আগে তিনি ‘গদর’-এরও লেখক ছিলেন। আগের ছবিটি এবং এই সিক্যুয়েল নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে কী বলেছেন শক্তিমান?

(আরও পড়ুন: কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে রবিবার হলে রাজত্ব সানির গদর ২-এর, এবার লক্ষ্যে ‘বাহুবলী ২’)

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ছবিটি সম্পর্কে অনেকেরই অভিযোগ এটি পাকিস্তান-বিরোধী সংলাপে ভর্তি। এটি নিয়ে কী মত তাঁর? উত্তরে শক্তিমান বলেছেন, তিনি ভেবেচিন্তেই এমন কথা লিখেছেন। তাঁর বক্তব্য, পাকিস্তানের মদত পুষ্ট উগ্রপন্থীরা ভারতে ঢুকে নানা রকম সন্ত্রাসমূলক কাজ করে যায়। সীমান্তে পাকিস্তানের সৈন্যদের হাতে আমাদের সেনাবাহিনী আক্রান্ত হয়। তার বেলায় যদি দোষ না থাকে, তাহলে এমন সংলাপে দোষ থাকবে কেন? তাঁর কথায়, ‘ওরা (পাকিস্তান) সন্ত্রাসবাদী আক্রমণ চালায় আমাদের মানুষকে হত্য করার জন্য। বহু মানুষের হত্যা করে। তাজে ওরা প্রচুর মানুষকে হত্যা করেছে, ওরা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে। এগুলি আমরা কত দিন মেনে নেব? আমরা এ নিয়ে কথা বলতে পারব না? আমরা ওদের বিরুদ্ধেও একই রকম সন্ত্রাসমূলক কাজ করতে পারি না। আমাদের সংস্কৃতি সেটি আমাদের শেখায় না। ভারত সাম্যের ভিত্তিতে চলে। ওরা গদর ২-এ পাকিস্তান-বিরোধী সংলাপ দেখতে পেয়েছে, কিন্তু সেখানেই যে কাহিনির নায়ক খলনায়ক বলছে, এই দেশ মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান সকলের— সে কথা শুনতে পায়নি। এই দেশ তাদের সকলের, যারা এর স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। যাঁরা ছবির সমালোচনা করছেন, তাঁরা কি এই সংলাপ খেয়াল করেননি? এটি তো প্রথম গদরেও ছিল। সেখানে বলা হয়েছিল, পাকিস্তানে যত মুসলমান বাস করেন, ভারতে তার চেয়েও বেশি। সেগুলি কানে আসেনি?’ শক্তিমানের অভিযোগ, এই সব ইস্যু তুলে অনেকেই নজরে আসতে চান। 

 

বন্ধ করুন