সোমবার বক্স অফিসে ২৫ দিন পূর্ণ করল গদর ২। রবিবারই ‘পাঠান’-এর রের্কড চুরমার করে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে নাম লিখেছে সানি দেওল-এর এই ছবি। দেশের বক্স অফিসে চতুর্থ রবিবারও ৮ কোটির ব্যবসা করে ছিল গদর ২ কিন্তু সোমবার এক ঝটকায় কমল আয়। Sacnilk.com-এর তথ্যানুসারে ২৫তম দিনে সানি-আমিশাদের ঝুলিতে এসেছে ২.৫ কোটি টাকা। যার ফলে এখনও পর্যন্ত গদর ২-র মোট আয় ৫০৩.৬৭ কোটি টাকা।
দেশের বক্স অফিসে আয়ের নিরিখে ৫০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁতে পেরেছে মাত্র তিনটি ছবি, তালিকায় একদম উপরে রয়েছে শাহরুখের পাঠান। এই ছবির মোট আয় ৫৪৩.০৫ কোটি টাকা। অর্থাৎ ৪০ কোটি টাকার ব্যবধান দুই ছবির। বৃহস্পতিবার থেকে বক্স অফিসে শুরু হবে ‘জওয়ান’ ঝড়। এক ঝটকায় শো সংখ্যা কমবে গদর ২-র। তাই সেই অর্থে মাত্র তিনদিন সময় রয়েছে সানি দেওলের হাতে। চলতি সপ্তাহেই প্রভাসের ‘বাহুবলী ২’র রেকর্ড (৫১০ কোটি টাকা) ভেঙে দেবে সানির ছবি। দেশের বক্স অফিস তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি হিসাবে জায়গা হবে গদর ২-এর, এ কথা নিশ্চিত। কিন্তু পাঠান-এর রেকর্ড কি সানি ছুঁতে পারবেন নাকি তীরে এসে তরী ডুববে! এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
গত ১১ই অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২। মুক্তির দিনই ৫৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল এই ছবি। ২২ বছরের ব্যবধানে ফিকে হয়নি তারা সিং আর সাকিনার প্রেমকথা, বুঝিয়ে দিয়েছিল দর্শক। সেই শুরু। এরপর প্রতিদিনই বক্স অফিসে নতুন খেল দেখিয়েছে এই ছবি। ভেঙেছে একের পর এক রেকর্ড। প্রথম সপ্তাহে ২৮৪.৬৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। দ্বিতীয় সপ্তাহেও অব্যাহত ছিল গদর ২-র বিজয়রথ। সানি দেওলের ছবি ব্যবসা হাঁকায় ১৩৪.৪৭ কোটি টাকার। তৃতীয় সপ্তাহের নিরিখেও এই ছবির ফল ফাটাফাটি, চতুর্থ সপ্তাহেও সেই ট্রেন্ডই চোখে পড়ছেয
এক নজরে গদর ২-র আয় (সপ্তাহ ভিত্তিতে)
প্রথম সপ্তাহে আয়- ২৮৪.৬৩ কোটি টাকা
দ্বিতীয় সপ্তাহে আয়- ১৩৪.৪৭ কোটি টাকা
তৃতীয় সপ্তাহে আয়- ৬৩.৪৫ কোটি টাকা
চতুর্থ সপ্তাহে আয়*- ২১* কোটি টাকা
গদর ২ ঝড় থামবার আগেই বক্স অফিসে আসছে জওয়ান সুনামি! প্রথমদিনই ১০০ কোটি টাকার ওপেনিং দেবেন শাহরুখ খান, ধারণা বিশেষজ্ঞদের। তবে ‘জওয়ান’ শাহরুখ কি পারবেন পাঠান-কে কম্পিটিশন দিতে? অন্যদিকে গদর ২ এক নম্বর হওয়ার লক্ষ্য পূরণে কি সফল হবে? এই দুই প্রশ্নের উত্তর আগামি কয়েক দিনেই স্পষ্ট হবে।
প্রসঙ্গত গদর ২ ছবিটি ‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল। পরিচালক অনিল শর্মার এই ছবিটি ২০০১ -এ মুক্তি পেয়েছিল। ছবির সিকুয়েলে সানি-আমিশা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌর। ছবির সাফল্যের উদযাপনে পুরোনো মনোমালিন্য ভুলে একফ্রেমে ধরা দেন সানি ও শাহরুখ।