‘গদর ২’-এর বিজয়রথ এখনও থামেনি। যদিও তার গতি এবার একটু একটু কমেছে। কিন্তু মুক্তির পরে ১৮ দিন কেটে গেলেও ছবিটি নিয়ে এখনও উন্মাদনা কমেনি দর্শকদের। গত কয়েক বছরের মধ্যে মুক্তি পাওয়া সবচেয়ে সফল হিন্দি ছবিগুলির মধ্যে একটি ‘গদর ২’ গতকাল অর্থাৎ সোমবার ২৮ অগস্ট বক্সঅফিসে কত টাকা আয় করল?
মুক্তির ১৮ দিনের মাথায় ‘গদর ২’ বক্সঅফিস থেকে প্রায় ৫ কোটি টাকা মতো আয় করতে পরেছে। এমন বলা হয়েছে Sacnilk.com সূত্রে। ১৭তম দিন পর্যন্ত রমরমিয়ে চলার পরে সপ্তাহে প্রথম কাজের দিন, অর্থাৎ সোমবার এই ছবির গতি কিছুটা স্লথ হয়েছে। অন্যদিকে এরই মধ্যে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল ২’। ফলে এবার কিছুটা প্রতিযোগিতার মুকে পড়েছে সানি দেওল এবং আমিশা প্যাটেলের ছবি। সেই কারণেই সোমবারে এই ছবির বাণিজ্য কিছুটা কমেছে বলে মত বিশেষজ্ঞদের।
(আরও পড়ুন: কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে রবিবার হলে রাজত্ব সানির গদর ২-এর, এবার লক্ষ্যে ‘বাহুবলী ২’)
তবে ১৮তম দিনে এসে এই গতি কমে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এমনই মত বিশেষজ্ঞদের। তাঁদের অনেকেরই কথায়, এই সময়ে ৫ কোটির ব্যবসাও মোটেই খারাপ নয়। কিন্তু এসবে কিছুই যায় আসে না। কারণ ইতিমধ্যেই বক্সঅফিসে মারাত্মক কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে এই সিনেমা। কী সেগুলি?
Sacnilk.com সূত্রে জানা গিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহেই এই ছবি ২৮৪.৬৩ কোটি টাকার ব্যবসা করেছিল দেশের বক্সঅফিস থেকেই। দ্বিতীয় সপ্তাহে সেই অঙ্কটি ছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় শুক্রবার এটি ৭.১ কোটি টাকার ব্যবসা করে। শনিবার ১৩.৭৫ কোটি টাকার। আর তার পরের রবিবার ১৬.১০ কোটি টাকার। ১৮তম দিনে এসে ৪.৫০ কোটি টাকার মতো ব্যবসা করেছে এই ছবি। এখনও পর্যন্ত ছবির মোট আয় ৪৬০.৫৫ কোটি টাকা। ধীরে ধীরে এটি ৫০০ কোটির দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
(আরও পড়ুন: দ্বিতীয় দিনের আয়ে গদর ২ কে ছাপিয়ে গেল ড্রিম গার্ল ২, ঘরে কত টাকা তুলল আয়ুষ্মানের ছবি?)
গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। যা ২০০১ সালের হিট গদর-এর সিক্যুয়েল। সানি ট্রাক চালক তারা সিং চরিত্রে অভিনয় করেছেন এবং সাকিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। প্রথম ছবিতে ছিল ১৯৫৪ সালের দেশভাগের প্রেক্ষাপট। আর গদর ২-তে ১৯৭১ সালের ভারত-পাক দ্বন্দের সময়তেই পড়শি দেশে প্রবেশ করেন সানি ছেকে পাকিস্তানি সেনার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। হাতুড়ি হাতে একের পর এক পাকিস্তানি সেনার মাথা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য বেজায় হিট করেছে।