বাংলা নিউজ > বায়োস্কোপ > Gadar 2 collection day 27: বুধবার বাড়ল গদর ২-র আয়! শাহরুখের জওয়ান মুক্তির দিনই ইতিহাস রচবেন সানি দেওল?

Gadar 2 collection day 27: বুধবার বাড়ল গদর ২-র আয়! শাহরুখের জওয়ান মুক্তির দিনই ইতিহাস রচবেন সানি দেওল?

ঢাই কিলোর হাতের জাদুতে বুঁদ দেশ (ANI Photo) (Girish Srivastav)

Gadar 2 collection day 27: জওয়ান ঝড় শুরুর আগের দিন সামন্য বাড়ল গদর ২-র আয়! ইতিহাসের দোরগোড়ায় সানির ছবি, বৃহস্পতিবারই ‘বাহুবলী’ প্রভাসের রেকর্ড গুঁড়িয়ে দিতে পারেন সানি দেওল। 

৭ সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেল শাহরুখ খানের ‘জওয়ান’। প্রথম দিনেই শাহরুখের এই ‘অ্যাকশন এন্টারটেনার’ দেখতে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা। ‘জওয়ান’ ঝড় শুরুর হলেও থামার নাম নেই গদর ২ ম্যাজিক। বুধবারও ‘গদর ২’ দেখতে থিয়েটারে চোখে পড়ার মতো ভিড়। শাহরুখের ছবি মুক্তির আগের দিন বক্স অফিসে ২৭ দিন পূর্ণ করল এই ছবি। পঞ্চম সপ্তাহে পা দেওয়ার আগে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে সানি দেওল। 

Sacnilk.com-এর  রিপোর্ট বলছে বুধবার দেশ বক্স অফিসে ২.৮০ কোটি টাকার ব্যবসা হাঁকিয়েছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত গদর ২। মঙ্গলবার গদর ২-র কালেকশন ছিল ২.৫ কোটি টাকা, অর্থাৎ একদিনের ব্যাবধানে ৩০ লক্ষ টাকা বেশি আয় করেছে এই ছবি। গত রবিবারই ৫০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়েছিল পরিচালক অনিল শর্মার এই ছবি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে মোট ৫০৮.৯৭ কোটি টাকার লক্ষ্মীলাভ করেছেন গদর ২ নির্মাতারা।

দেশের বক্স অফিসে আয়ের নিরিখে ৫০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁতে পেরেছে মাত্র তিনটি হিন্দি ছবি, তালিকায় একদম উপরে রয়েছে শাহরুখের পাঠান। ছবির মোট আয় ৫৪৩.০৫ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাসের ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)। আয়ের পরিমাণ ৫১০ কোটি টাকা। ‘জওয়ান’ মুক্তির দিনই হয়ত সেই রেকর্ড ভেঙে দেবেন সানি। প্রভাসের ছবির রেকর্ড ভাঙতে মাত্র ১ কোটি টাকা আয় করতে হবে গদর ২-কে। 

অন্য়দিকে বিশ্ববক্স অফিসে আয়ের নিরিখে ইতিমধ্যেই সেরা দশ ভারতীয় ছবির তালিকায় ঢুকে পড়েছে গদর ২, পিছনে ফেলেছে ‘বাহুবলী-দ্য বিগিনিং’কে। এই তালিকায় এক নম্বরে রয়েছে আমির খানের দঙ্গল। দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ স্থানে রাজত্ব করছে দক্ষিণের তিন ছবি- ‘বাহুবলী ২’, ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’। পাঁচ নম্বরে বিরাজমান ‘পাঠান’।

গত ১১ই অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২। মুক্তির দিনই ৫৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল এই ছবি। ২২ বছরের ব্যবধানে ফিকে হয়নি তারা সিং আর সাকিনার প্রেমকথা, বুঝিয়ে দিয়েছিল দর্শক। সেই শুরু। এরপর প্রতিদিনই বক্স অফিসে নতুন খেল দেখিয়েছে এই ছবি। ভেঙেছে একের পর এক রেকর্ড। প্রথম সপ্তাহে ২৮৪.৬৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। দ্বিতীয় সপ্তাহেও অব্যাহত ছিল গদর ২-র বিজয়রথ। সানি দেওলের ছবি ব্যবসা হাঁকায় ১৩৪.৪৭ কোটি টাকার। তৃতীয় সপ্তাহের নিরিখেও এই ছবির ফল ফাটাফাটি, চতুর্থ সপ্তাহের শেষেও সেই ট্রেন্ডই চোখে পড়ছে। জওয়ানের মুক্তির জেরে বৃহস্পতিবার থেকে কমেছে গদর ২-র শো সংখ্যা, যার সরাসরি প্রভাব পড়বে ছবির কালেকশনেও। ‘পাঠান’-এর রেকর্ড ছুঁতে সফল হবেন কিনা সানি? তা জানতে অপেক্ষা দিন কয়েকের। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল মাত্র ১ বলেই T20 বিশ্বকাপ শেষ! চোয়ালে বল লেগে মাঠ ছাড়লেন উইন্ডিজ ক্রিকেটার… বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল 'প্রমাণ মিলেছে...', আরজি কর কাণ্ডে আদালতে মুখবন্ধ খাম জমা করে বড় দাবি CBI-এর তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.