বাংলা নিউজ > বায়োস্কোপ > Gadar 2: ‘সানি দেওলের মতো অভিনেতা, যে দীর্ঘদিন রেসে নেই…!’ গদর ৪০ দিনে ৫২০ কোটি, কী বক্তব্য কঙ্গনার?

Gadar 2: ‘সানি দেওলের মতো অভিনেতা, যে দীর্ঘদিন রেসে নেই…!’ গদর ৪০ দিনে ৫২০ কোটি, কী বক্তব্য কঙ্গনার?

সানির গদর ২-এর সাফল্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা। 

গদর ২-এর অভাবনীয় সাফল্য নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত সম্প্রতি। ধর্মেন্দ্র-পুত্রকে নিয়ে কী বক্তব্য রাখলেন ‘এমার্জেন্সি’ নায়িকা?

২০২৩ সালে বেশ কিছু বলিউড সিনেমা ৫০০ কোটির গণ্ডি অতিক্রম করেছে। যার মধ্যে রয়েছে পাঠান, গদর ২, জওয়ান-এর মতো সিনেমা। বছরের শুরুতেই চমক দিয়েছিলেন শাহরুখ খান পাঠান দিয়ে। ছবি আন্তর্জাতিক বাজারে ১০০০ কোটি আয় করে, বিশ্ব বাজারে ৫৪৩.৯০ কোটি। আর জওয়ানের ব্যাপার-স্যাপার তো আরও মারাত্মক। মাত্র ১৩ দিনেই ঘরোয়া বক্স অফিসে ৫০০ কোটিতে ঢুকে গিয়েছে। বিশ্ব বাজারের হিসেবে ৯০০ কোটিটে পা রাখল বলে। 

শাহরুখের থেকেও বড় চমক দিয়েছেন সানি দেওল। একটানা ফ্লপ দিয়ে চলছিলেন ধর্মেন্দ্র-পুত্র। আজকাল তো সানি মিসিং থাকতেন বলিউডি পার্টি, অ্যাওয়ার্ড শো থেকে। সেই সানিকে দেখতেই যে হলে এমন লোক ভিড় করবে তা যেন অবিশ্বাস্য। 

সানি দেওলকে নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত সম্প্রতি এক সাক্ষাৎকারে। কুইন-নায়িকাকে বলতে শোনা গেল, ‘সানি দেওলের মতো অভিনেতারা অনেকদিন ধরে রেসে নেই। আমাদের ওঁদের মতো লোক দরকার।’ বলে রাখা ভালো, সানি আর কঙ্গনাকে এর আগে জুটিতে দেখা গেছে ‘আই লাভ নিউ ইয়র্ক’ ছবিতে। যা বক্স অফিসে ফ্লপ করেছিল। আরও পড়ুন: রক্ত গরম করা গান, এদিকে বাংলা বানান ভুল! ওয়ার্ল্ড কাপে ধুম মাচাবে ‘দিল জশন বোলে’

এর আগে জওয়ানের অভাবনীয় সাফল্য দেখে শাহরুখ খানেরও গদগদ প্রশংসা করেছিলেন কঙ্গনা। সেই সময় তিনি ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় থেকে এক দশক ধরে স্ট্রাগল করে দর্শকদের সঙ্গে নিজের কানেকশন বানান ৪০-৫০ বছর বয়সে এসে। তারপর প্রায় ৬০ বছরে গিয়ে ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান সেটা বাস্তব জীবনেও কিছু কম সুপার হিরোইক নয়।’

কঙ্গনা আরও লিখেছিলেন, ‘যে শিল্পীদের কেরিয়ার দীর্ঘ হয় তাঁদের নিজেদেরকে নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে এভাবেই। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ইশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসা-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’ আরও পড়ুন: ‘২০২৬-এ আমাকেও দেখবেন রাজনীতিতে!’, মহিলা সংরক্ষণ বিলের সমর্থনে সংসদে কঙ্গনা-এশা

গদর ২-এর বক্স অফিস কালেকশন:

১১ অগস্ট মুক্তি পেয়েছিল গদর ২। যা ছিল ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’-র সিক্যুয়েল। ছবিতে তারা সিং-এর চরিত্রে সানি দেওল, সাকিনার চরিত্রে আমিশা। 'গদর ২' মুক্তি পাওয়ার পর ৪০ দিন কেটে গিয়েছে। স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ষষ্ঠ মঙ্গলবার মাত্র ৪৫ লক্ষ টাকা সংগ্রহ করেছে এটি বক্স অফিস থেকে। আর মোট আয় গিয়ে দাঁড়াল ৫২০. ৮০ কোটি। 

 

বন্ধ করুন