রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে ‘গদর ২’। এই কথা ক’দিন ধরেই শোনা যাচ্ছিল। এর পাশাপাশি বেশ রিপোর্টে দাবি করা হয়েছিল, রাষ্ট্রপতি মুর্মু ব্যক্তিগত ভাবে এই ছবি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু কথাটি কি সত্যি? কী বলছে হালের রিপোর্ট?
(আরও পড়ুন: বছরের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জিত ছবি হবে ‘গদর ২’? সানি-আমিশার ছবির ২ দিনে আয় কত)
(আরও পড়ুন: হ্যান্ড পাম্প নয়, এবার গরুর গাড়ির চাকা হাতে সানি! 'গদর ২'-এর ফার্স্ট লুক ভাইরাল)
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গদর’ ছবির সিক্যুয়েল। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত এই ছবি এখন আলোচনার কেন্দ্রে। তার মধ্যে একটি খবর এই ছবিটির সাফল্যে একটি পালক হয়ে উঠেছিল। সেটি হল খোদ রাষ্ট্রপতি নাকি এই ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং তাঁর অনুরোধেই নাকি এই ছবিটি রাষ্ট্রপতি ভবনে দেখানো হচ্ছে। কিন্তু কথাটি কি ঠিক?
(আরও পড়ুন: ওএমজি ২-কে ফু দিয়ে ওড়াল সানি! পাঠানের আয় টপকাল প্রথম দিনে?)
(আরও পড়ুন: সানির গদর ২-কে শুভেচ্ছা ইয়ামির, OMG ২ এর নায়িকা লিখলেন 'দুটো ছবিই যেন বক্স অফিসে...')
এই খবর ছড়িয়ে পড়ার পড়ে Press Information Bureau's (PIB)-র তরফে তার সত্যতা সম্পর্কে জানানো হয়েছে। বলা হয়েছে, রাষ্ট্রপতি ভবনে এই ছবি দেখানো হবে ঠিকই, কিন্তু রাষ্ট্রপতি এই ছবি দেখার কোনও ইচ্ছা প্রকাশ করেননি। Press Information Bureau's (PIB)-র তরফে বলা হয়েছে, আসলে রাষ্ট্রপতি ভবনে এমন ছবির স্ক্রিনিং রুটিন মাফিক হয়। তার সঙ্গে রাষ্ট্রপতির চাওয়ার কোনও সম্পর্ক নেই। এক্ষেত্রেও রাষ্ট্রপতি আলাদা করে কিছু চাননি। এবং ‘গদর ২’-এর যে স্ক্রিনিং হবে, সেখানে রাষ্ট্রপতির থাকার কোনও কথাও নেই।
(আরও পড়ুন: কারও হাতে হাতুড়ি, তো কারও হ্যান্ডপাম্প! ‘গদর ২’ দেখতে হলে পাগলামি সানি-ভক্তদের)
(আরও পড়ুন: গদর-২, ওএমজি-২ এবং জেলর, শুক্রবারই বক্স অফিসে কালেকশন ছাড়াতে পারে ৭৫ কোটি টাকা)
অন্যদিকে, ইতিমধ্যেই বড়পর্দায় ম্যাজিক দেখাচ্ছে ‘গদর ২’। দেশভাগের প্রেক্ষাপটে তারা-সাকিনার প্রেমের গল্প উঠে এসেছিল ‘গদর’-এ। ছবির দ্বিতীয়ভাগে ধরা পড়েছে এই জুটির পুত্র জিতে ওরফে চরণজিৎ-এর (উৎকর্ষ শর্মা) প্রেম কাহিনি। পরিচালক অনিল শর্মার ছেলে ‘গদর’-এ সানি-অমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিকুয়েলে হিরোর চরিত্রে রয়েছেন তিনি। এইবার স্ত্রী নয়, ছেলেকে ফেরাতে পাকিস্তান গেলেন সানি। বাবা-ছেলের সম্পর্ক এই ছবির অনেকটা জুড়ে রয়েছে। উৎকর্ষের নায়িকার চরিত্রে রয়েছেন সিমরত কৌর।