‘এবার কিন্তু পার্টি চাই!’
সানি দেওলকে নাকি অনেকেই এমনটাই বলেছেন হালে। আর তাই দেওলদের বাড়িতেই আয়োজিত হচ্ছে ‘গদর ২’-এর সাকসেস পার্টি। কিন্তু তার চেয়েও বেশি করে আলোচনায় এই পার্টির নিমন্ত্রিতদের তালিকায় থাকছেন কারা? এবং সেখানে বার বার একটি প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে। কী সেই নাম?
‘গদর ২’-এর বিজয়রথ এখনও থামেনি। যদিও তার গতি এবার কমেছে। কিন্তু মুক্তির পরে ১৮ দিন কেটে গেলেও ছবিটি নিয়ে এখনও উন্মাদনা কমেনি দর্শকদের। এখনও পর্যন্ত ছবির মোট আয় ৪৬০.৫৫ কোটি টাকা। ধীরে ধীরে এটি ৫০০ কোটির দিকে এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। যা ২০০১ সালের হিট গদর-এর সিক্যুয়েল। সানি ট্রাক চালক তারা সিং চরিত্রে অভিনয় করেছেন এবং সাকিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। প্রথম ছবিতে ছিল ১৯৫৪ সালের দেশভাগের প্রেক্ষাপট। আর গদর ২-তে ১৯৭১ সালের ভারত-পাক দ্বন্দের সময়তেই পড়শি দেশে প্রবেশ করেন সানি ছেকে পাকিস্তানি সেনার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। হাতুড়ি হাতে একের পর এক পাকিস্তানি সেনার মাথা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য বেজায় হিট করেছে।
(আরও পড়ুন: ‘ওরা মারলে দোষ নেই, আমরা সংলাপ লিখলে দোষ?’ পাকিস্তান বিরোধিতা নিয়ে গদর ২-এর লেখক)
এবার ছবির সাফল্যের জন্য নাকি একটি পার্টি দেওয়া হচ্ছে দেওলদের বাড়িতেই। সানি নিজে বলেছেন, তিনি বিশেষ পার্টি-করা মানুষ নন। তাঁর বক্তব্য, ছবি ফ্লপ হলেও তিনি বসে দুঃখ করেন না। তাহলে ছবি হিট হলে তার জন্য পার্টি কেন? কিন্তু অনেকেই নাকি তাঁকে বলেছেন, এবার পার্টি দিতেই হবে। আর সেই কারণেই এবার তাঁদের বাড়িতে হচ্ছে আয়োজন। কিন্তু সেখানে ডাকা হবে কাদের? একটি নামই বার বার আলোচনায় উঠে আসছে? ‘তাঁকে’ কি ডাকা হবে?
(আরও পড়ুন: এখনও সমানে দৌড়োচ্ছে ‘গদর ২’, ১৮ দিনের মাথায় বক্সঅফিসে কত আয় করল ছবি)
এই নামটি আর কারও নয়, শাহরুখ খানের। সকলেই জানেন সানি এবং শাহরুখের সম্পর্ক মোটেই ভালো নয়। ‘ডর’ ছবির সময় থেকেই বিগড়েছে সম্পর্ক। এর পরে শাহরুখ নাকি সম্পর্ক ভালো করার চেষ্টা করলেও সানি বিশেষ গা করেননি। এমনই কথা বলিউডের অন্দরে অনেককে বলতে শোনা যায়। যদিও তার কোনও প্রমাণ কেউই কখনও দেননি। তবে ‘গদর ২’-এ সাফল্যের জন্য এই ছবির প্রশংসা করেছেন শাহরুখ। আর সেই সূত্রেই উঠে এসেছে নাম। যদিও এখনও পর্যন্ত খবর এই পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এখানে ডাকা হচ্ছে করণ জোহরকে। সম্প্রতি তাঁর ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় নাম থাকার সম্ভাবনা উজ্জ্বল বচ্চন পরিবারেরও। কিন্তু শাহরুখ? না, তিনি নাকি এখনও নেই। তবে মানুষের মন কখন নরম হয়ে যায়, কে বলতে পারে! সে কথাই আলোচনা করছেন বলিউড ছবির অনুরাগীরা।