বাংলা নিউজ > বায়োস্কোপ > 'গদর'-এর প্রস্তাব ফিরিয়েছিলেন কাজল? জবাব দিলেন পরিচালক অনিল শর্মা

'গদর'-এর প্রস্তাব ফিরিয়েছিলেন কাজল? জবাব দিলেন পরিচালক অনিল শর্মা

'গদর' ছবির একটি দৃশ্যে আমিশা প্যাটেল এবং সানি দেওল। ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস

সদ্য কুড়ি বছর পেরোল 'গদর'। হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড সৃষ্টি করা এই ছবি নিয়ে আড্ডায় পরিচালক অনিল শর্মা জানালেন তিনি কোনও নায়িকার নাম তুলতে চান না। তবে অনেক নায়িকাই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

২০০১ সালের ১৫ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল 'গদর-এক প্রেম কথা.' ওই একই দিনে 'লগান' মুক্তি পেলেও রেকর্ড তৈরি করতে কোনওরকম বাধার সম্মুখীন হয়নি সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত এই ছবির। সদ্য কুড়ি বছর পেরোনো এই সুপারহিট ছবির স্মৃতিচারণে ডুবলেন ছবির পরিচালক অনিল শর্মা। জানালেন এই ছবির বিষয়ের নানান অজানা তথ্য। একসময় জোর গুঞ্জন শোনা গেছিল কাজল নাকি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই প্রসঙ্গে অনিল জানালেন তিনি কোনও নায়িকার নাম তুলতে চান না। তবে হ্যাঁ, তৎকালীন সময়ে বলিউডের অনেক বড় বড় অভিনেত্রী পত্রপাঠ এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

'গদর'-এর পরিচালকের কথায়,' এ প্রসঙ্গে কারোর নাম নেওয়াটা ঠিক নয়। সংবাদমাধ্যম একাধিক নাম তুললেও আমি তা চাই না। তবে সেই সময়ের বলিউডের একাধিক প্রথম সারির নায়িকা এই ছবির প্রস্তাব নাকচ করেছিলেন। কারোর মনে হয়েছিল আমাদের 'স্ট্যান্ডার্ড' তাঁর সমান নয়, কারোর বা মনে হয়েছিল ছবির নায়ক সানি দেওল তাঁর মাপের অভিনেতা নন। কেউ কেউ তো হাবভাবে বুঝিয়েই দিয়েছিলেন যে গদর-এর গল্প পুরোপুরি 'বস্তাপচা' । তাই ছবির চিত্রনাট্যও পুরো শুনতে চাননি!'

 

সামান্য থেমে পরিচালকের সংযোজন,' জানিয়ে রাখা ভালো,একাধিক অভিনেত্রীর আবার এও মনে করেছিলেন এটি স্রেফ 'পিরিয়ড' ছবি। আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল আমরা যেন নয়া প্রজন্মের কথা ভেবে এই ছবি তৈরি করি। এরকমই 'গদর' এর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে হাজারো অজুহাত দেখিয়েছিলেন তাঁরা।' এরপর হেসে তিনি আরও জানান যে হয়তো আমিশার কপালেই লেখা ছিল 'গদর'-এ অভিনয় করাটা। সুতরাং 'ওইসব' অভিনেত্রীদের দশ ছিল না। বর্তমানে ওই অভিনেত্রীদের অনেকেই যে তাঁর বন্ধু সেকথাও হিন্দুস্তান টাইমসকে বলেছেন পরিচালক। তাঁরা নাকি এখনও আফসোস করেন অনিলের কাছে 'গদর'-এ অভিনয় না করার জন্য।

 

বন্ধ করুন
Live Score