বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar-Kapil Sharma: ‘ও তো উল্লু কা পাট্ঠা!’, কপিল শর্মার শো-তে রোজ যাওয়ায় অক্ষয়কে কটাক্ষ হল মালিকের

Akshay Kumar-Kapil Sharma: ‘ও তো উল্লু কা পাট্ঠা!’, কপিল শর্মার শো-তে রোজ যাওয়ায় অক্ষয়কে কটাক্ষ হল মালিকের

কপিল শর্মা শো-তে অক্ষয় কুমার। 

সেলফি ফ্লপ করায় টানা পাঁচটি ছবি সাফল্যের মুখ দেখল না অক্ষয় কুমারের। আর তা নিয়ে খিলাড়ি অভিনেতার উপর বেজায় চটলেন মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি হলের মালিক। 

কয়েক বছর হয়ে গেল বক্স অফিসে সাফল্যর মুখ দেখেনি অক্ষয় কুমারের ছবি। সেলফি ফ্লপ করায় এই নিয়ে টানা পাঁচ নম্বর ফ্লপ উপহার দিলেন খিলাড়ি কুমার। আর এতেই অভিনেতার উপর চটেছেন মুম্বইয়ের জনপ্রিয় সিনেমা হল গেইটি গ্যালাক্সির মালিক মনোজ দেশাই। অক্ষয়ের কপিল শর্মা শো-তে যাওয়ার কড়া নিন্দে করেছেন তিনি।

‘ওই শালা কপরিল শর্মার শো-তে আপনি পরশুও গিয়েছিলান। কী লাভ হল তাতে? ও তো নিজে উল্লু কা পাট্ঠা। ওর শুধু টাকা চাই। সোনি থেকে পায় মাল। জনগণকে বোকা বানাবে। জনগণকে হাসাবে।’

সঙ্গে যোগ করেন, ‘আপনি কেন বারবার যান ওখানে? আপনি কোনও বিনিয়োগ করেছেন ওখানে? ওটা তো সলমন খানের শো। আপনি কেন ওই কপিলের কাছে যান? আমাকে আমার বন্ধুরা, আমার দর্শকরা পর্যন্ত বলেছে অক্ষয় তো রোজই কপিল শর্মার শো-তে যায়, ওঁকে কি এসব মানায়? আমি এখন আপনাকে প্রশ্ন করছি রোজ কপিল শর্মার শো-তে যাওয়া কি আপনাকে আদৌ মানায়?’

‘কখনও তোমার প্রশংসা করে, কখনও আবার তোমাকে অপমান করে। এইসব আপনাকে মানায়? কেন যাচ্ছেন আপনি ওখানে? কী হয়ে গেছে আপনার?’, বলে নিজের বক্তব্য শেষ করেন।

অক্ষয়ের কেরিয়ারের ১৪ বছরের সবচেয়ে খারাপ সিনেমা হতে চলেছে ‘সেলফি’। প্রথম সপ্তাহান্তে এই ছবির আয় ছিল ১০ কোটির মতো। খুব সম্ভবত এই বৃহস্পতিবারের পর অক্ষয়ের সিনেমার হল পাওয়াও মুশকিল হয়ে যাবে। অক্ষয়ের শেষ হিট ২০২১ সালের সূর্যবংশী। এরপর ২০২২ সালে ৫টি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। যার মধ্যে চারটি হলে মুক্তি পায়- বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষাবন্ধন, রাম সেতু। চারটিই সুপার ফ্লপ। পাঁচ নম্বরটি কাঠপুতলি মুক্তি পায় ওটিটি-তে। সেটি যদিও দর্শক দ্বারা বিশেষ প্রশংসা পেয়েছে। তবে বক্স অফিসের কাঙ্খিত সাফল্যের মুখ দেখার সৌভাগ্য হয়নি এখনও। এখনও হাতে রয়েছে ওএমজি২, ক্যাপসুল গিল, বড়ে মিঞা ছোটে মিঞা।

সেলফি ফ্লপ হওয়া নিয়ে এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, ‘এটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। আমার কেরিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ করেছিল। এরপর এমন একটা সময় গিয়েছে যখন আমার পর পর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা ৩-৪ টে ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গিয়েছে। ফলে সেই অনুযায়ী আপনাকে নিজেকে বদলাতে হবে। নতুন করে শুরু করতে হবে, কারণ দর্শকরা নতুন কিছু দেখতে চাইছে।’

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের

Latest IPL News

হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো অখ্যাত স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.