প্রত্যেক বছরের মতো এবারও গণেশ বন্দনায় মজে সলমন খানের পরিবার। রীতি মেনে এবারও বাড়িতে বড় করে গণেশ পুজো হয়েছে। মঙ্গলবার গণেশ চতুর্থীতে সলমন খান, অর্পিতা খানের সঙ্গে গণেশ বন্দনায় মাতলেন মা সালমা খান, বড় দিদি অলভিরা অগ্নিহোত্রী।
বাড়িতে গণেশ বন্দনা এবং আরতি করার মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সলমন খান। ভিডিয়োতে সলমনের ভাগ্না আয়াত, তাঁর বাবা-মা সেলিম এবং সালমা খানের সঙ্গে হেলেনকেও দেখা গিয়েছে। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে সলমন লেখেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া।’ আরও পড়ুন: গণেশ ঠাকুর দেখতে এসে এত খোলামেলা পোশাক! আম্বানির বাড়িতে দিশার সাজের সমালোচনা
দেখুন সলমন খানের শেয়ার করা ভিডিয়ো-
রীতি মেনে এবারও বাড়িতে গণেশ এনেছেন সলমনের আদরের ছোট বোন অর্পিতা খান। প্রতি বছরই নিজের হাতে গণেশ পুজোর আয়োজন করেন অর্পিতা। এ দিন বাড়ির পুজোয় সলমনকে একটি নীল কুর্তা-পাজামা পরে দেখা গিয়েছে। পাপারাজ্জির সমানে পোজও দিয়েছেন অভিনেতা।
পরে রাতের দিকে আম্বানিদের মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলিয়াতে গণেশ পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সলমন খান। সলমনের বোনঝি আলিজেহ অগ্নিহোত্রীও (অতুল অগ্নিহোত্রী এবং আলভিরার মেয়ে) সঙ্গে ছিলেন এ দিন।
প্রসঙ্গত, বহু বছর ধরেই সলমন খানের বাড়িতে গণপতি আরাধনা হয়ে থাকে, প্রথমে এই পুজো সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই হত। তবে পরে বোন অর্পিতার আবদারে এই পুজো বেশ কয়েক বছর তাঁর বাড়িতেই হচ্ছে। সেখানেই সামিল হয় গোটা খান পরিবার। উপস্থিত থাকেন ভাইজান নিজেও, সঙ্গে আমন্ত্রিত থাকে বলি পড়ার বহু তারকা। অর্পিতার বাড়ির পুজোতে এ দিন যোগ দিয়েছিলেন শমিতা শেট্টি, ইউলিয়া ভান্তুর, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল সহ আরও অনেকে।