বাংলা নিউজ > বায়োস্কোপ > Ganesh Chaturthi 2023: একরত্তি বোনঝির সঙ্গে আরতি করলেন সলমন, রইল অভিনেতার বাড়ির গণেশ পুজোর ঝলক

Ganesh Chaturthi 2023: একরত্তি বোনঝির সঙ্গে আরতি করলেন সলমন, রইল অভিনেতার বাড়ির গণেশ পুজোর ঝলক

সলমন খানের বাড়ির গণেশ পুজোর ঝলক

Ganesh Chaturthi 2023: বাড়িতে গণেশ বন্দনা এবং আরতি করার মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সলমন খান। দেখুন-

প্রত্যেক বছরের মতো এবারও গণেশ বন্দনায় মজে সলমন খানের পরিবার। রীতি মেনে এবারও বাড়িতে বড় করে গণেশ পুজো হয়েছে। মঙ্গলবার গণেশ চতুর্থীতে সলমন খান, অর্পিতা খানের সঙ্গে গণেশ বন্দনায় মাতলেন মা সালমা খান, বড় দিদি অলভিরা অগ্নিহোত্রী।

বাড়িতে গণেশ বন্দনা এবং আরতি করার মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সলমন খান। ভিডিয়োতে সলমনের ভাগ্না আয়াত, তাঁর বাবা-মা সেলিম এবং সালমা খানের সঙ্গে হেলেনকেও দেখা গিয়েছে। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে সলমন লেখেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া।’ আরও পড়ুন: গণেশ ঠাকুর দেখতে এসে এত খোলামেলা পোশাক! আম্বানির বাড়িতে দিশার সাজের সমালোচনা

দেখুন সলমন খানের শেয়ার করা ভিডিয়ো-

রীতি মেনে এবারও বাড়িতে গণেশ এনেছেন সলমনের আদরের ছোট বোন অর্পিতা খান। প্রতি বছরই নিজের হাতে গণেশ পুজোর আয়োজন করেন অর্পিতা। এ দিন বাড়ির পুজোয় সলমনকে একটি নীল কুর্তা-পাজামা পরে দেখা গিয়েছে। পাপারাজ্জির সমানে পোজও দিয়েছেন অভিনেতা।

<p>ভাগ্নি আলিজে অগ্নিহোত্রির সঙ্গে আম্বানিদের পুজোর অনুষ্ঠানে সলমন খান</p>

ভাগ্নি আলিজে অগ্নিহোত্রির সঙ্গে আম্বানিদের পুজোর অনুষ্ঠানে সলমন খান

পরে রাতের দিকে আম্বানিদের মুম্বইয়ের বাসভবন অ্যান্টিলিয়াতে গণেশ পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সলমন খান। সলমনের বোনঝি আলিজেহ অগ্নিহোত্রীও (অতুল অগ্নিহোত্রী এবং আলভিরার মেয়ে) সঙ্গে ছিলেন এ দিন।

প্রসঙ্গত, বহু বছর ধরেই সলমন খানের বাড়িতে গণপতি আরাধনা হয়ে থাকে, প্রথমে এই পুজো সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই হত। তবে পরে বোন অর্পিতার আবদারে এই পুজো বেশ কয়েক বছর তাঁর বাড়িতেই হচ্ছে। সেখানেই সামিল হয় গোটা খান পরিবার। উপস্থিত থাকেন ভাইজান নিজেও, সঙ্গে আমন্ত্রিত থাকে বলি পড়ার বহু তারকা। অর্পিতার বাড়ির পুজোতে এ দিন যোগ দিয়েছিলেন শমিতা শেট্টি, ইউলিয়া ভান্তুর, বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল সহ আরও অনেকে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

FIFA World Cup 2026: লুইজ হেনরিকের শেষ মুহূর্তের গোল, চিলিকে ২-১ হারাল ব্রাজিল বাংলাদেশের শক্তিপীঠে যশোরেশ্বরী দেবীর মুকুট চুরি, ২০২১ সালে উপহার দিয়েছিলেন মোদী শুক্রবার সন্ধ্যায় ধর্মতলায় গণ সমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের শাড়ি নয়, একদম অন্য সাজে মুম্বইয়ের দুর্গা মণ্ডপে সুস্মিতা! সঙ্গে রোমান ও মেয়ে হরিয়ানায় BJP-কে সমর্থন সাবিত্রী জিন্দাল- সহ আরও ২ নির্দল বিধায়কের, আসন বেড়ে ৫১ অমলেট ভাজা নিয়ে বচসা, সহকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল নিরাপত্তারক্ষী অনলাইনে দড়ি অর্ডার, তারপর আত্মঘাতী IIT কানপুরের পড়ুয়া ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.