বাংলা নিউজ > বায়োস্কোপ > Gangtok E Gondogol: ‘তোপসে’ই এবার ফেলুদা, সিকিমের পাহাড়ে নতুন রূপে পরমব্রত, সঙ্গী ঋতব্রত-রুদ্রনীল

Gangtok E Gondogol: ‘তোপসে’ই এবার ফেলুদা, সিকিমের পাহাড়ে নতুন রূপে পরমব্রত, সঙ্গী ঋতব্রত-রুদ্রনীল

ফেলুদা পরমের সঙ্গী ঋতব্রত-রুদ্রনীল

Gangtok E Gondogol: মুক্তি পেল সাবাশ ফেলুদা সিরিজের ট্রেলার। ফেলুদা হয়ে আবার ধরা দেবেন পরমব্রত। এবার তাঁর সঙ্গী হবেন রুদ্রনীল এবং ঋতব্রত। এই সিরিজ জি ফাইভে দেখা যাবে।

মগজাস্ত্রে শান দিতে আসছেন নতুন ফেলুদা। সৌমিত্র, সব্যসাচী, আবির প্রমুখের পর এবার আবার নতুন করে ওয়েব মাধ্যমে ফেলুদা হয়ে আসছেন বাংলার এবং বাঙালির হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়। আর সেই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এল পয়লা বৈশাখের দিন।

পয়লা বৈশাখের দিন জি ফাইভের তরফে আগামী ফেলুদা সিরিজের ফার্স্ট লুক সামনে আনা হল। এই সিরিজে ফেলুদা হিসেবে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গী তথা ভাই তোপসে হিসেবে থাকবেন ঋতব্রত মুখোপাধ্যায়, সঙ্গী হবেন রুদ্রনীল ঘোষ।

এদিন পরমব্রত নিজের সোশ্যাল মিডিয়ায় এই সিরিজের প্রথম ঝলকের ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'এবার মগজাস্ত্র হবে আরও ধারালো! গ্যাংটক যখন গন্ডগোলে ভরা, ফেলুদাই একমাত্র পারে তার সমাধান করতে! পর্দায় ফিরছে ছোটবেলার নস্টালজিয়া! দেখে নিন সাবাশ ফেলুদা"-র টিজার শুধুমাত্র জি ফাইভের পর্দায়!'

ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে শ্বেত শুভ্র হিমালয়কে। ধরা পড়ে সিকিমের স্থানীয় নৃত্য থেকে, মনাস্ট্রির অপরূপ সৌন্দর্য। এরপরই আচমকা একটি বিশালাকার পাথরকে গড়িয়ে পড়তে দেখা যায় খাদের গা গড়িয়ে। আর বাড়তে থাকে উত্তেজনা। ফেলুদা ডাকের সঙ্গে দেখা যায় পরমব্রতকে। 

পরমব্রতকে এখানে দেখে বইয়ের পাতার ফেলুদার সেই বুদ্ধিদীপ্ত লুক, সেই সুঠাম চেহারার কথা মনে পড়বেই। পাহাড়ের কোলে, টিবেটিয়ান মুখোশের আড়ালে রাতের অন্ধকারে যত অপরাধের মাত্রা বাড়তে থাকে তত বেশি ধারালো হয় ফেলুদার মগজাস্ত্র। চলে গোলা বারুদ। এই ভিডিয়োতে দেখা মিলল সিধু জ্যাঠা সহ ঋত্বিক চক্রবর্তীর।

নস্টালজিয়া উস্কে দিতে জি ফাইভের পর্দায় ফিরছেন ফেলুদা। আগামী ৫ মে থেকে দেখা যাবে এই সিরিজ।

কিন্তু এই সিরিজ প্রকাশ্যে আসায় ভীষণই অখুশি ভক্তরা। তাঁদের মতে রুদ্রনীলকে একদমই জটায়ুর চরিত্রে মানায়নি। একই অবস্থা ঋতব্রতর, থুড়ি তোপসের। অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'তোপসে... শান্তিতে আর থাকা গেল না।' আরেক ব্যক্তি লেখেন, 'থিমটা নষ্ট না করলেই চলছিল না? কিছু জিনিস আসলটাই ভালো লাগে।' এ কথা সত্য এখানে যে রিভার্ব থিম সং শোনা গিয়েছে সেটা মোটেই ভালো লাগেনি শুনতে। তার থেকে ফেলুদার আসল থিমের যে রিদম ছিল সেটা অনেক বেশি সুন্দর।

তবে কেউ কেউ এটার প্রশংসাও করেছেন বটে। এক ব্যক্তি লেখেন, 'টিমকে অনেক শুভেচ্ছা। অপেক্ষায় রইলাম।' আরেকজন লেখেন, 'ফ্রম তোপসে টু ফেলুদা... দারুণ সফর।' এই ছবির পরিচালনা করেছেন অরিন্দম শীল। সত্যজিৎ রায়ের লেখা গ্যাংটকে গন্ডগোল গল্পের উপর ভিত্তি করে সাবাশ ফেলুদা সিরিজ মুক্তি পেতে চলেছে ৫ মে।

বায়োস্কোপ খবর

Latest News

ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.