বিনোদন দুনিয়ায় ফের একটা খারপ খবর। প্রয়াত 'বীরানা' খ্যাত সিনেমাটোগ্রাফার গাঙ্গু রামসে। আজ ৭ এপ্রিল, রবিবার মৃত্যু হয় গাঙ্গু রামসের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভুগছিলেন গাঙ্গু রামসে। তবে শেষ একমাস তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। অবশেষে রবিবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাঙ্গু রামসে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।
খ্যাতনামা এই সিনেমাটোগ্রাফারের মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। ৭০ ও ৮০-র দশকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে হরর ফিল্ম মানেই ছিল রামসে ব্রাদার্স। সেই রামসে ব্রাদার্সদের মধ্যে অন্যতম ছিলেন গাঙ্গু রামসে। যাঁর ক্যামেরার কারুকাজে হিন্দি ছবির দর্শক পেয়েছে হরর ঘরনার একাধিক ছবি। যার মধ্যে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া 'বীরানা' ছিল অন্যতম চর্চিত ছবি।
গাঙ্গু রামসে-র বাবাও F.U রামসে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। তিনিও ছিলেন বিখ্যাত সিনেমাটোগ্রাফার ও প্রযোজক। FU রামসের প্রযোজনায় ৫০টি ছবির সিনেমাটোগ্রাফার ছিলেন গাঙ্গু রামসে। যার মধ্যে ছিল 'পুরানা মন্দির', ‘বীরানা’, ‘খোঁজ’, ‘বন্ধ দরওয়াজা’, ‘খোঁজ’, ‘পুরানি হাভেলি’, ‘দো গজ জমিন কে নিচে’, ‘তাহখানা’র মত গা ছমছম করা ছবি। ৯০-এর দশকে 'রামসে ব্রাদার্স'র হরর ছবি ভীষণভাবেই জনপ্রিয় ছিল।
প্রয়াত সিনেমাটোগ্রাফার টেলিভিশনেও তাঁর কৃতিত্বের ছাপ রেখেছেন। এর মধ্যে রয়েছে 'দ্য জি হরর শো', ‘স্যাটারডে সাসপেন্স,’ ‘এক্স জোন’, ‘নাগিন’-এর মতো গুরুত্বপূর্ণ শো।
প্রসঙ্গত রবিবার ওশিওয়াড়া শশ্মানে গাঙ্গু রামসে-র শেষকৃত্য সম্পন্ন হয়।