২০২৩ সালের ব্রিটিশ অ্যাকাডেমি পুরস্কারের জন্য সমস্ত বিভাগে মনোনয়ন জমা দিল গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি। এমনটাই জানানো হয়েছে এই ছবির টিমের সূত্রে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ৭৬ তম বিএএফটিএ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে।
নির্দিষ্ট সময়ের মধ্যে যে যে ছবিগুলো মুক্তিবাচ্ছে প্রতিটি ছবিই এই পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে পারে, সেটা যে দেশ বা ভাষার ছবি হোক না কেন। জানা গিয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি কেবল সেরাবিদেশি ছবি বিভাগেই প্রতিযোগিতা করবে এমনটা নয়, এটি একই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও লড়াই করবে বলে জানা গিয়েছে।
এই ছবির টিমের তরফে জানানো হয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি মনোনয়ন জমা দিয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেত্রী বিভাগে।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটিকে বিএএফটিএ ভোটিং মেম্বারদের জন্য অক্টোবরের আনুষ্ঠানিক স্ক্রিনিং ক্যালেন্ডারে যোগ করা হয়েছে। সঞ্জয় লীলা বনসালি এখন লন্ডনে যাবেন এবং এই ছবিটিকে কেন্দ্র করে একাধিক ইভেন্ট আয়োজন করবেন যাতে সকলে এই ছবিটিকে সাপোর্ট করেন। এই ইভেন্টগুলোর মধ্যে অন্যতম এবং প্রথম যে ইভেন্টটি তিনি করবেন বা যাতে তিনি সামিল হবেন সেটা হল তাঁর শিল্পের সম্পর্কে বিএএফটিএ মাস্টারক্লাসে বলবেন আগামী ২৮ নভেম্বর। এর আগেও তিনি বিএএফটিএ পুরস্কারের জন্য লন্ডন গিয়েছিলেন এবং একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০০৩ সালে তাঁর ছবি দেবদাস সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছিল।
সঞ্জয় লীলা বনসালি এই ছবির প্রচারের বিষয়ে বলেন 'আমরা ভীষণ খুশি যে এই ছবিটি বিশ্ব জুড়ে এই প্রশংসা পাচ্ছে।' অন্যদিকে আলিয়া ভাট এই বিষয়ে জানান, ' এটা দারুন আনন্দের কথা যে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটিকে আমরা বিশ্ব মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি, সঞ্জয় স্যারের সঙ্গে এই জার্নি ভীষণই আনন্দ দিয়েছে আমায়।' এছাড়া তিনি জানান যে এই ছবিটি গোটা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি মুম্বাইয়ের এক দেহ ব্যবসায়ীর জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল তিনি পরবর্তী সময়ে একজন সমাজকর্মী হয়ে উঠেছিলেন। আলিয়া ভাট গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবিতে। বিশ্ব জুড়ে এই ছবিটি ২০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এই ছবি।
অন্যদিকে এসএস রাজামৌলির ছবি আরআরআর অস্কারের জন্য বিভিন্ন বিষয়ে মনোনয়ন জমা দিয়েছে।