সালটা ছিল ২০০২। লর্ডসের মাঠে ইংল্যান্ডকে হারানোর জার্সি উড়িয়েছিলেন তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেবার সৌরভের সেই জার্সি ওড়ানোর দৃশ্য ম্যাচ চলাকালীন হাইলাইটে বারবার ভেসে উঠেছিল টিভির পর্দায়। সেদিন ওই খেলা যাঁরা দেখেছিলেন সেই স্মৃতি তাঁদের মনে এখনও টাটকা। সেই স্মৃতিই আবারও একবার উসকে দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। ভাবছেন তো অরিজিৎ কীভাবে সৌরভের স্মৃতি ফেরালেন। ঘটনাটা একটু আলাদা হলেও বিষয়টা এক। দেশের মাটিতে চলেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩। শনিবার আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল বহু চর্চিত ভারত পাকিস্তান ম্যাচ। পাক ক্রিকেটার বাবর আজম, যিনি কিনা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তিনিই হঠাৎ পাক অধিনায়ক ও দলকে হতাশ করে আউট হয়ে যান। বাবর আজম আউট হতেই মাঠে দর্শকাসনে বসে উচ্ছ্বাস প্রকাশ করেন অরিজিৎ সিং। হাতে থাকে নীল রঙের একটি রুমাল শূন্যে উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অরিজিৎ। কায়দাটা ছিল এক্কেবারেই মহারাজকীয়। X(টুইটার)-এ ইতিমধ্যেই ভাইরাল হয়েই অরিজিৎ সিং-এর সেই উচ্ছ্বাস। অনেকেই অরিজিতের এই কাণ্ডের সঙ্গে সৌরভের সেদিনের উচ্ছ্বাসের তুলনা টেনেছে।
আরও পড়ুন-'নাম নয়, ইজ্জত চাই', মহালয়ার সকালে অঙ্কুশের বার্তায় জ্বলল আগুন
আরও পড়ুন-'মারোয়াড়ি মেয়ে, ব্যবসা করব না তাও কি হয়!' বলছেন 'ইচ্ছে পুতুল' অভিনেত্রী শ্বেতা
প্রসঙ্গত, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে, এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মঞ্চে অরিজিৎ সিং ছাড়াও উপস্থিত ছিলেন, আশা ভোঁসলে, শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষাল, সুখবিন্দর সিং, রণবীর সিং এবং তামান্না ভাটিয়ার মতো কিংবদন্তি শিল্পীরা। অরিজিৎ এদিন সঙ্গীত পরিবেশনও করেন।