এবার বড়পর্দায় জুটি বেঁধেছেন গার্গী রায়চৌধুরী ও রজতাভ দত্ত। আসছে কৌতুকরসে ভরপুর নতুন কমেডি ছবি 'বলরাম কাণ্ড'। ১৪ নভেম্বর সল্টলেক সেক্টর ফাইভের একটা ক্যাফেতে মুক্তি পেল ছবির ফার্স্টলুক পোস্টার। যেখানে উপস্থিত ছিলেন পরিচালক সপ্তাশ্ব বসু, অভিনেতা গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সহ ছবির কলাকুশলীরা।
কেমন এই ছবির গল্প?
'বলরাম কাণ্ড'-এর গল্পে তরঙ্গিনী মুখার্জি (গার্গী রায় চৌধুরী) এবং কিশোর সান্যাল (রজত দত্ত) ১২ বছর আগে নিজেদের বিবাহিত জীবন থেকে আলাদা হয়ে গিয়েছেন। তবে হঠাৎ একমাত্র মেয়ে অবন্তিকা (ঐশ্বর্য সেন) সম্পর্কে একটা তথ্য জানতে পেরে, মেয়েকে সংঙ্কট থেকে বাঁচাতে দীর্ঘ ১২ বছর পরে পুনরায় এক হওয়ার সিদ্ধান্ত নেন তরঙ্গিনী ও কিশোর। আর তারপরেই শুরু হয় মজার সব ঘটনা। সম্পর্ক ভাঙা-গড়ার এই কাণ্ডকারখানা নিয়েই তৈরি কমেডি ছবি ‘বলরাম কাণ্ড’।
বৃহস্পতিবার মুক্তি পাওয়া 'বলরাম কাণ্ড'-এর পোস্টারটিও বেশ মজাদার ভাবেই তুলে ধরা হয়েছে। যেখানে গার্গী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, আর রজতাভ হাসিমুখে একটা কাঁচি দেখাচ্ছেন। তাঁদের সামনে লাল-সাদা দুটি কাপড়ের সেই গাঁটছড়া বাঁধা। ক্যাপশান দেওয়া হয়েছে 'নৈনিতাল লণ্ডভণ্ড, আসছে বলরাম কাণ্ড'। পোস্টারটি দেখেই বেশ বোঝা যাচ্ছে ছবিটি কৌতুকরসে ভরপুর হতে চলেছে।
আরও পড়ুন-অনলাইনে পিৎজা অর্ডার করে এটা কী হাতে পেলেন! ক্ষোভ উগরে দিলেন অঙ্কুশ
এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায় চৌধুরী, রজতাভ দত্ত, ছাড়াও রয়েছেন ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা এবং অন্যান্যরা। জানা যাচ্ছে, 'বলরাম কাণ্ড'- ছবিটি পরিচালনা করেছেন সপ্তাশ্ব বসু এবং মূল গল্প লিখেছেন অপালা চৌধুরী এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস এবং প্ল্যাটিনাম পিকচার্স।
২০২৫ সালের প্রথম দিকেই মুক্তি পাওয়ার কথা গার্গী-রজতাভের বলরাম কাণ্ডের। বর্তমানে এই ছবির পোস্ট প্রোডাকশনে চলছে। জানা যাচ্ছে এই বাংলা ছবির অধিকাংশ শ্যুটিং হয়েছে উত্তরাখণ্ডে, প্রধানত নৈনিতালে হয়েছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। সম্পদনায় পবিত্র জানা।