ঘরের মধ্যে তুমুল ঝগড়া করছেন রজতাভ দত্ত ও গার্গী রায়চৌধুরী। ভীষণ রেগে গার্গীকে বলতে শোনা যাচ্ছে, ‘কী সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলছো তুমি? এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় নাকি!’ পাল্টা বিরক্ত রজতাভ বলেন, ‘আমি দুজনে বুঝদার হওয়ার কথা বলছি, একা তোমার নয়, একা আমার নয়!’ এদিকে গার্গী-রজতাভর মধ্যে যখন তুমুল ঝগড়া চলছে তখন দরজার বাইরে দাঁড়িয়ে বাবা-মায়ের ঝগড়া দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তাঁদের কিশোরী মেয়েটি।
ঠিক এরপরই দেখা যায় ঠিক ১২ বছর আগে যে গার্গী-রজতাভ কিনা নিজেদের বিয়েতে দাঁড়ি টেনেছিলেন, তাঁরাই এবার তাঁদের মেয়ের পালিয়ে বিয়ে বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন। ঠিক বুঝলেন না তো?
এখানে গার্গী আসলে তরঙ্গিণী মুখোপাধ্যায় আর রজতাভর নাম কিশোর সান্যাল। একমাত্র মেয়ে অবন্তিকা (ঐশ্বর্য সেন)। সেই মেয়েকে বিপদ থেকে বাঁচাতেই উঠে পড়ে লাগেন তরঙ্গিণী ও কিশোর। এমনই একটা গল্প নিয়ে আসছে 'বলরাম কাণ্ড'। ৬ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবিরই ট্রেলার। যেখানে কমেডির মোড়কে উঠে এসেছে সম্পর্ক ভাঙা-গড়ার এই কাণ্ডকারখানা।
যেখানে দেখা যায়, মেয়ের বিয়ের বন্ধ করতে নৈনিতালে পৌঁছে যান তরঙ্গিণী ও কিশোর। সেখানেই ঘটে নানান কাণ্ডকারখারা। মেয়ের বিয়েটা 'ভুল', তাই সেটা বন্ধ করতে গুন্ডাদের সুপারি দিতেও ছাড়েন না কিশোর। কিন্তু কী করেন তরঙ্গিণী। যিনি কিনা আবার নিজেই একজন পেশায় ম্যারেজ কাউন্সিলর। এমনই নানান ঘটনাক্রমে মজাদার ভাবে উঠে এসেছে 'বলরাম কাণ্ড'-এর ট্রেলার।
আরও পড়ুন-'গিরগিটির'র মতো রং বদলাচ্ছেন সৌরভ, কোন অতীতকে লুকিয়ে তাঁর সঙ্গে জুড়লেন পায়েল?
ট্রেলারের শেষে তরঙ্গিণী-কিশোর কন্যা অবন্তিকাকে বিয়ে নিয়ে বলতে শোনা যায়, ‘আরে টিকলে টিকবে না টিকলে টিকবে না।’ তখন কিশোর (রজতাভ)কে বলতে শোনা যায়, ‘যাঁদের নিজেদের হাত আগুনে পুড়েছে, তাঁরা অন্যকে সাবধান করবেনই।’ কিন্তু কী হবে শেষপর্যন্ত? আদৌ কি বিয়ে হবে অবন্তিকার? মেয়ের জন্য তরঙ্গিণী (গার্গী) কিশোর (রজতাভ) কি আবারও শেষপর্যন্ত কাছাকাছি আসবেন? এসব অবশ্য ছবি মুক্তি পেলেই জানা যাবে।
এর আগে গত নভেম্বরে সামনে এসেছিল 'বলরাম কাণ্ড'-এর প্রথম পোস্টার। সেটিও বেশ মজাদার ভাবেই তুলে ধরা হয়েছিল। দেখাগিয়েছিল গার্গী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, আর রজতাভ হাসিমুখে একটা কাঁচি দেখাচ্ছেন। তাঁদের সামনে লাল-সাদা দুটি কাপড়ের সেই গাঁটছড়া বাঁধা। ক্যাপশান দেওয়া হয়েছে 'নৈনিতাল লণ্ডভণ্ড, আসছে বলরাম কাণ্ড'। পোস্টার রিলিজের পর এবার প্রকাশ্যে আনা হল ছবির ট্রেলার।
ছবিতে গার্গী রায় চৌধুরী, রজতাভ দত্ত, ছাড়াও রয়েছেন ঐশ্বর্য সেন, আর্য দাশগুপ্ত, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসূন সাহা এবং অন্যান্যরা। 'বলরাম কাণ্ড'- ছবিটি পরিচালনা করেছেন সপ্তাশ্ব বসু এবং মূল গল্প লিখেছেন অপালা চৌধুরী এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, সাই ভিগ্নেশ ফিল্মস এবং প্ল্যাটিনাম পিকচার্স। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী। সম্পদনায় পবিত্র জানা। চলতি বছরের (২০২৫) 'হলি' অর্থাৎ দোল-এর সময় মুক্তি পাবে ‘বলরাম কাণ্ড’।