ফের টিআরপি তালিকায় সেরার জায়গা দখল করে নিয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’। আপাতত সেখানে ধুন্ধুমার কাণ্ড! কারণ, দ্যুতি যে প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে কথা বলেছে তা ধরে ফেলেছে খড়ি। আর সে দিদিকে সময় দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে এই কথা তাকে জানাতে হবে সিংহরায় পরিবারকে। নয়তো সে নিজদেই সবটা সবাইকে জানিয়ে দেবে।
যদিও ২৪ ঘণ্টা হওয়ার আগেই ‘গাঁটছড়া’-তে ঘটে গেল বড় কাণ্ড। দ্যুতির প্রেগন্যান্সির রিপোর্ট হাতে এসে গেল ঋদ্ধিমান সিংহ রায়ের। আর তারপর গোটা পরিবারের রোষ গিয়ে পড়ল খড়ির উপরেই। এমনকী, মিথ্যেকে হাতিয়ার করে নিজেকে বাঁচাতে দ্যুতিও বলে বসল, প্রেগন্যান্সির ভুয়ো খবর বলে বিয়ে করতে তাঁকে খড়িই বলেছে। আরও পড়ুন: বিকিনি টপে স্পষ্ট শোলাঙ্কির ক্লিভেজ-পেট, ‘খড়ি তোমায় এরকম ভাবিনি’ কষ্ট পেল দর্শক
তবে এবার যখন গোটা পরিবার দোষ দিতে থাকে, প্রতিবাদ করে ওঠে খড়ি। বলে যেখানে নিজের মায়ের পেটের বোন তাঁকে ঠকালো, সেখানেও গোটা পরিবার বরাবরের মতো দোষ দিল খড়িকেই। সিংহরায় পরিবারে যেই কিছু করুক না কেন দোষ গিয়ে পড়ে সেই খড়ির উপরেই! একই বক্তব্য ‘গাঁটছড়া’র দর্শকদেরও। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিরক্তি জাহির করে তাঁরা লিখেছেন, ‘আর কত খারাপ ব্যবহার খড়ির সাথে হয়, আমরাও দেখব।’, ‘এভাবে বারবার খড়িকে দোষ দিলে কিন্তু আমরা সিরিয়াল দেখা বন্ধ করে দেব’।
যদিও দেখা যাবে খড়ির যুক্তি শুনে ঋদ্ধি জানিয়ে দেয় দ্যুতিকে, শাস্তি তাকে পেতেই হবে। যদিও খড়ির কপালে এবার কী দুর্ভোগ আছে, সেটা নিয়েই বেশি চিন্তিত এখন দর্শকরা।