বাংলা নিউজ > বায়োস্কোপ > Gauahar Khan: ‘বিয়ে, সম্পত্তির মতো বিষয়ে সকলের জন্য এক আইন হওয়া উচিত’, এ কথায় রেগে কী বললেন গওহর

Gauahar Khan: ‘বিয়ে, সম্পত্তির মতো বিষয়ে সকলের জন্য এক আইন হওয়া উচিত’, এ কথায় রেগে কী বললেন গওহর

গওহর খান। (ফাইল ছবি)

টুইটার-ব্যবহারকারীর কথায় বিরক্ত হয়েছেন গওহর। তার স্পষ্ট বহিঃপ্রকাশ রয়েছে টুইটে। 

‘ঘৃণা ছড়ানো বন্ধ করুন!’ প্রায় এই ভাষাতেই এক টুইটার-ব্যবহারকারীকে ধমকে দিলেন গওহর খান। যাঁকে ধমকালেন, তাঁর বক্তব্য ছিল, ভারতে হিন্দু এবং মুসলমানদের ব্যক্তিজীবনের জন্য আলাদা আইন থাকা উচিত নয়। ভারতে সকলের জন্য দরকার ‘Uniform Civil Code’। এই দাবি প্রসঙ্গে গওহর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারত গণতান্ত্রিক দেশ। মুসলমানদের নিজেদের অধিকার থেকে কেউই বঞ্চিত করতে পারেন না।

বিবাহ, সম্পত্তির উত্তরাধিকারের মতো ব্যক্তিজীবন-কেন্দ্রিক বিষয়গুলির ক্ষেত্রে জাতি-ধর্ম নির্বিশেষে সব ভারতীয়ের জন্য একই আইন চেয়ে ‘Uniform Civil Code’-এর দাবি। যদিও বর্তমানে ব্যক্তিজীবন-কেন্দ্রিক এই সব বিষয়গুলির জন্য আলাদা আলাদা ধর্মের মানুষের ক্ষেত্রে পৃথক আইন বলবৎ রয়েছে। সেই আইন তৈরি হয়েছে বিভিন্ন ধর্মের আলাদা আচার এবং রীতির উপর ভিত্তি করেই।

এই প্রসঙ্গেই ওই টুইটার-ব্যবহারকারী লিখেছিলেন, ‘ভারতের বাইরে কেউ জানেন না যে, ভারতে এখনও বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা পারিবারিক আইন রয়েছে। হিন্দুদের ধর্মনিরপেক্ষ আইন মেনে চলতে হয়। মুসলমানরা সেখানে ৪ জন স্ত্রীর সঙ্গে থাকতে পারেন, স্ত্রী এবং কন্যাদের পড়াশোনা বন্ধ করে দিতে পারেন।’ এর সঙ্গে ওই টুইটার-ব্যবহারকারী সব ভারতীয়ের জন্য #UniformCivilCode-এর দাবি তোলেন।

এ প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় সরব হন গওহর। তিনি যা লেখেন, তার বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায়— ‘আরে মূর্খ! আমি একজন মুসলমান, আমাদের নিজেদের অধিকার পাওয়া থেকে কেউই বঞ্চিত করতে পারেন না। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। আপনারা যেমন চান, তেমন স্বৈরতান্ত্রিক দেশ নয়! আপনি আরামে আমেরিকায় থাকুন, আমার দেশে ঘৃণা ছড়ানো বন্ধ করুন!’

 

গওহরের টুইট (ছবি: টুইটার)
গওহরের টুইট (ছবি: টুইটার)

মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন গওহর। তার পরে বলিউডে বেশ কিছু ছবিও করে ফেলেছেন। প্রথম ছবি ‘রকেট সিং’। তার পরে একে একে ‘গেম’, ‘ইশকজাদে’,  ‘ফিভার’, ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’র মতো ছবিতে কাজ করেছেন। এছাড়াও প্রচুর রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বও পালন করেন গওহর।

বায়োস্কোপ খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.