২০ মে ছিল লোকসভা নির্বাচন ২০২৪ এর পঞ্চম দফার ভোট। আর এই দিনই মুম্বইতে ছিল ভোট। সেখানে সকাল সকাল ভোট দিতে গিয়ে বিপত্তি ঘটালেন অভিনেত্রী গওহর খান। কী করেছেন? অভিনেত্রী তাঁর নিজের বদলে অন্য একটি পোলিং বুথে চলে যান। স্বাভাবিক ভাবেই সেখানকার ভোটার লিস্টে তাঁর নাম ছিল না। আর তারপরই রীতিমত লম্ফঝম্প শুরু করে দেন অভিনেত্রী। দোষ দেন ভোটকর্মীদের। এরপর জানা যায় আসল দোষ তাঁর নিজেরই।
আরও পড়ুন: তন্ময় - রথিজিৎ - ইন্দ্রদীপদের কঠিন নজরদারিতে চলছে গ্র্যান্ড অডিশন, কবে থেকে আসছে সা রে গা মা পা?
আরও পড়ুন: 'বিজেপির কালচার...' প্রথম ভোট - পরীক্ষায় রেগে অগ্নিশর্মা রচনা, কেন? গোটা দিন কাটালেন কীভাবে?
কী ঘটেছে গওহর খানের সঙ্গে?
এদিন পাপারাৎজ্জোদের পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি পোলিং বুথ থেকে বেরিয়ে আসছেন তাও ভোট না দিয়ে। এদিকে হাতে আধার কার্ড। কিন্তু কী হয়েছে তাঁর সঙ্গে ভিতরে? এই বিষয়ে তিনি জানান, 'ভিতরে সব কনফিউজিং ব্যাপার চলছে। খুব খারাপ ভাবে অর্গানাইজড।'
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে কাছাকাছি আবির - পেখম! শৈশবের আতঙ্ক ভুলে বরকে চুমু নায়িকার, এবার?
এরপর গওহর নিজেও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পোস্টে করেন। তিনি সেখানে লেখেন, 'আমি আবেদন করলাম যে আধার কার্ড আছে সেটাই কি যথেষ্ট প্রমাণ নয় নয় যে আমরা ভারতের নাগরিক। কিন্তু যখন ভোট দিতে গেলাম বলল আমাদের নামই নেই নাকি ভোটার লিস্টে। আমি আবেদন করছি যাতে আধার বা পাসপোর্টের ভিত্তিতে ভোট দিতে দেওয়া হয় নাগরিকদের।'
আরও পড়ুন: না ফেরার দেশে ‘আত্মারাম’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর চলে গেলেন উদয়শঙ্কর পাল
তবে পরে জানা যায় তিনি আসলে একটু ভুল বুথে চলে গেছিলেন। স্বাভাবিক ভাবেই সেখানে তাঁর নাম থাকবে না। তিনি অকারণ ভোটকর্মীদের উপর চেঁচিয়েছেন।