গত ১৮ জানুয়ারি ছিল ঋদ্ধিমা ঘোষের জন্মদিন। তাঁর সঙ্গে গৌরব চক্রবর্তীর বিয়ে হয়েছে প্রায় ৭ বছর। এখন তিনি এক সন্তানের মা। ইন্ড্রাস্টিতে কান পাতলেই এখন বহু তারকা দম্পতির সংসার ভাঙার শব্দ শোনা যায়। কিন্তু সেখানে গৌরবের সঙ্গে তাঁর প্রেম আরও বেড়েছে। অনেকের চোখেই তাঁরা আদর্শ দম্পতি। আর এবার বউয়ের জন্মদিনে নিজেদের সুন্দর ছবি পোস্ট করে গৌরব লিখলেন, ‘তুমি পারফেক্ট সবদিক থেকে’।
শনিবার গৌরব ঋদ্ধিমার সঙ্গে খুব সুন্দর একটি ছবি পোস্ট করে, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার বন্ধু। আমার জীবনের সবটা জুড়ে তুমি। তোমার ভালোবাসায় আমার বাড়ি আলোকময় হয়ে উঠেছে। তোমার ভালোবাসা আমাদের জীবনে আশীর্বাদের মতো। এই ভালোবাসা আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে অনুভব করি। তুমি আমাদের জীবনে যে অপার আনন্দ নিয়ে এসেছ, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ভালো বন্ধু হওয়ার জন্য তোমায় ধন্যবাদ। স্ত্রী এবং আমাদের সন্তানের মা হওয়ার জন্য। তুমি পারফেক্ট সবদিক থেকে। একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করতে চাই। শুভ জন্মদিন ঋদ্ধিমা।’
আরও পড়ুন: চাদরের নীচে বরের আদরে বুঁদ অহনা! মা মানেনি ডিভোর্সি দীপঙ্করকে, না-জানিয়েই বিয়ে 'মিশকা'র
ইন্ডাস্ট্রিতেই একে অপরের প্রেমে পড়েছেন তাঁরা। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘রঙমিলান্তি’তে কাজ করতে এসে প্রথম আলাপ হয় গৌরব-ঋদ্ধিমার। ছবির মতো বাস্তব জীবনেও গৌরবকেই নিজের জীবনের হিরো হিসেবে বেছে নেন অভিনেত্রী। তারপর ২০১৭ -এ প্রিয় বন্ধু থেকে চিরসখায় বদলে নেন স্টেটাস। একে অপরের হাত ধরে শুরু করেন সংসার জীবন। এখন তাঁরা ধীরের বাবা-মা।
আরও পড়ুন: ‘খাদান-সন্তান’ দ্বৈরথে রাজ নয়, দেবের পাশেই থেকেছেন! তবে এবার বিরসার নায়িকা শুভশ্রী, নায়ক কে?
ধীরকে নিয়ে বর্তমানে তাঁদের এক অন্য পৃথিবী। চলতি বছরের শুরুতে তাঁরা একসঙ্গে পাহাড়ে কাটিয়েছেন। তবে কেবল এই বছর বলে নয়, মাঝে মাঝেই তাঁদের নানা জায়গায় ঘুরতে দেখা যায়। সুযোগ পেলেই বেড়াতে যান দম্পতি। পাহাড় হোক বা জঙ্গল, সমুদ্র হোক বা মরুভূমি একসঙ্গে গোটা পৃথিবী ঘুরে দেখতে চান তাঁরা।
আরও পড়ুন: সৌমিতৃষার মাথায় বন্দুক ধরলেন সৌরভ! ব্যাপার কী? ছবি প্রকাশ্যে আসতেই হইচই