একটা সময় ছিল যখন বিকেল হলেই দিদিদের আসর জমার আগেই বাহারি রান্নার নানা রেসিপি নিয়ে হাজির হতেন সুদীপা। দারুণ জনপ্রিয়তাও ছিল তাঁর সেই রান্নার শো সুদীপার রান্নাঘরের। প্রায় ১৭ বছর এক টানা চলার পর কয়েক বছর আগে শেষ হয় সেই শো। ২০২২ সালে এই শো শেষ হওয়ার পর এই দেড় বছর এই চ্যানেলে আর কোনও কুকিং শো আসেনি। তবে আগামী ২০ মে থেকে নতুন ভাবে নতুন ভাবনা নিয়ে একটি কুকিং শো আসছে। নাম রন্ধনে বন্ধন। আর এই কুকিং শোতে সঞ্চালকের আসনে দেখা যাবে ব্যোমকেশ সত্যবতী জুটিকে। অর্থাৎ গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষকে। সেই শো শুরু হওয়ার আগেই কী বলছে নেটপাড়া?
জি বাংলার নতুন কুকিং শো রন্ধনে বন্ধন
তারকা জুটির সুখী হেঁসেলে উঁকি মারবে রন্ধনে বন্ধন। সেখানে মেয়েরাই কেবল রান্না করে এমন ভাবনা নেই একেবারেই। তাই তো প্রোমোতে দেখা গেল গৌরব পেয়াঁজ কাটছেন। অন্যদিকে খুন্তি হাতে রান্নায় ব্যস্ত ঋদ্ধিমা। প্রোমোতে ধরা পড়েছে তাঁদের মধ্যে থাকা জমাটি রসায়নও।
আরও পড়ুন: প্রচারের ফাঁকে হুগলিতেই দিদি নম্বর ওয়ানের শ্যুটিং! নিয়ম ভেঙেছেন রচনা, দাবি লকেটের
আরও পড়ুন: কান ফিল্ম মার্কেটে এবার ‘জয়গুরু’র রমরমা! পার্বতী বাউলের জীবনী আসছে সৌম্যজিতের হাত ধরে
এই প্রোমো ভাগ করে চ্যানেলের তরফে জানানো হয়েছে আগামী ২০ মে থেকে আসছে এই রান্নার শো। ফলে বোঝাই হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ঘরে ঘরে জি বাংলা। তার জায়গায় রোজ বিকেলে সাড়ে ৪টে নাগাদ আসছে এই শো। একদিকে নতুন রান্নার শো নিয়ে দর্শকরা যেমন উচ্ছ্বসিত তেমনই অনেকের মনেই প্রশ্ন জেগেছে এই শো কতটা জনপ্রিয়তা পাবে সেটা নিয়ে?
রন্ধনে বন্ধনের সঙ্গে সুদীপার রান্নাঘরের তুলনা
সুদীপার রান্নাঘর শোটি যেমন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এই শোও ঠিক ততটাই জনপ্রিয়তা পাবে? এই বিষয় নিয়ে সন্দিহান অনেকেই। কতটা জমবে রন্ধনে বন্ধন প্রশ্ন তুলছেন অনেকেই।
আরও পড়ুন: ভরা মঞ্চে গান গাইছেন জুবিন গর্গ, আচমকাই স্টেজে উঠে গায়ককে জাপটে চুমু মহিলা হোমগার্ডের! তারপর...
এই বিষয়ে বলে রাখা ভালো গৌরব এবং ঋদ্ধিমা দুজনেরই কেরিয়ার শুরু হয় টেলিভিশনের হাত ধরে। তাঁরা পুনরায়, এত বছর পর আবার সেই চেনা আঙিনায় ফিরছেন তবে নতুন রূপে।