ভিসিআর ঠিক করতে ব্যস্ত এই খুদে। পাশে চোখে চশমা এঁটে বসে রয়েছেন তাঁর বাবা। দুজনেই কিন্তু টলিউডের জনপ্রিয় অভিনেতা। দেখুন তো চিনতে পারলেন তাঁদের? পারলেন না? আচ্ছা একটু হিন্ট দিই। আজ শিশুটির বাবার জন্মদিন। শীঘ্রই একটি ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। এবার বুঝতে পারলেন? হ্যাঁ, এঁরা হলেন সব্যসাচী চক্রবর্তী এবং তাঁর বড় ছেলে গৌরব চক্রবর্তী। আজ বর্ষীয়ান অভিনেতার জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে এই ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন গৌরব।
হবু বাবা গৌরব তাঁর বাবা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন উপলক্ষ্যে তাঁর এই ছোটবেলার ছবিটি পোস্ট করেছেন। সেখানে তাঁকে তাঁর বাবার সঙ্গে ভিসিআর ঠিক করতে দেখা যাচ্ছে। গৌরব এই ছবি পোস্ট করে লেখেন, 'ভিসিআর ঠিক করা থেকে কম্পিউটার অ্যাসেম্বল করা আমি বড় হয়ে উঠেছি। আমার বাবা আমায় শিখিয়েছেন কিছু ভেঙে ফেললে তাতে লজ্জার কিছু নেই। কিন্তু সেটা ঠিক না করতে পারা লজ্জার। শুভ জন্মদিন বাবা। সবসময় আমায় সঠিক পথ দেখানোর জন্য ধন্যবাদ।'
প্রসঙ্গত ১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সব্যসাচী চক্রবর্তী। এই বছর তিনি ৬৭ বছরে পা দিলেন। তাঁকে মূলত বাঙালি অন্যতম সেরা ফেলুদা হিসেবেই চেনেন। যদিও এখন বয়স হতে যাওয়ার কারণে ছবি করার সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন। তবে আগামীতে তিনি তাঁর ছোট ছেলে অর্জুন চক্রবর্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানীতে অভিনয় করতে চলেছেন।
আরও পড়ুন: জওয়ান আসতেই গদর ২-এর লসের সেঞ্চুরি, সিক্যুয়েল আসুক, লক্ষ্মীলাভের পর আশা SVF-র মহেন্দ্র সোনির
এদিন গৌরবের পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কী সুন্দর এই ছবিটা। জন্মদিনের অনেক শুভেচ্ছা নেবেন সব্যসাচী চক্রবর্তী। ভালো থাকবেন।' আরেকজন লেখেন, 'আপনার অভিজ্ঞতার সঙ্গে অনেক মিল পেলাম। শুভ জন্মদিন সব্যসাচী চক্রবর্তী।' আরেক নেটিজেন লেখেন, 'জন্মদিনে শুভেচ্ছা সেই মানুষকে, যাঁর জীবনধারণ, কাজ, ভাবনা থেকে সবসময় কিছু শেখার চেষ্টা করি।'
অন্যদিকে গৌরব চক্রবর্তীও শীঘ্রই বাবা হতে চলেছেন। তাঁর এবং ঋদ্ধিমার সংসারে নতুন অতিথি আসছে।