বাংলা নিউজ > বায়োস্কোপ > Gauri Khan on Rani Mukherji: 'দুর্ধর্ষ অভিনয় রানির', মিসেস চ্যাটার্জির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ পত্নী গৌরী

Gauri Khan on Rani Mukherji: 'দুর্ধর্ষ অভিনয় রানির', মিসেস চ্যাটার্জির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ পত্নী গৌরী

মিসেস চ্যাটার্জির প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ পত্নী গৌরী

Gauri Khan on Rani Mukherji: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির ট্রেলার বা হবে রানি মুখোপাধ্যায়ের যে অভিনয় দেখা গিয়েছে সেটার ভূয়সী প্রশংসা করলেন গৌরী খান। আবেগঘন হয়ে রানিকে নিয়ে পোস্ট লিখে ফেললেন শাহরুখ পত্নী।

রানি মুখোপাধ্যায় এক মায়ের লড়াইয়ের গল্প নিয়ে ফিরছেন বড়পর্দায়। আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এবার এই ছবির অকুণ্ঠ প্রশংসা করলেন শাহরুখ পত্নী, গৌরী খান। এই ছবিতে করা অভিনেত্রীর অভিনয়ে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে তাঁকে নিয়ে একটা আবেগঘন পোস্ট লিখে ফেললেন। বাহবা জানালেন রানির এই দুর্দান্ত অভিনয়ের জন্য।

রবিবার, ৫ মার্চ ইনস্টাগ্রামে গৌরী খান এই ছবির একটি পোস্টার পোস্ট করেন। সেখানেই তিনি রানি মুখোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি লেখেন, 'কী ব্যাপক অভিনয় করেছেন রানি। ও আবারও বুঝিয়ে দিল যে আমাদের সময়কার অন্যতম সেরা অভিনেত্রী সেই। এই ছবিটা কেউ মিস করবেন না। এটা অসাধারণ হতে চলেছে। বাস্তবে মিসেস চ্যাটার্জি তাঁর সন্তানদের জন্য সে সাহস দেখিয়েছিলেন সেটা এবার পর্দায় চাক্ষুষ করুন। ১৭ মার্চ ২০২৩ সালে তাঁর লড়াইয়ের সাক্ষী থাকুন।'

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটির পরিচালনা করেছেন অসীমা ছিব্বর। এটির প্রযোজনা করছে জি স্টুডিওজ এবং এম্মে এন্টারটেইনমেন্ট। সত্য ঘটনার উপর নির্ভর করে এই ছবিটি বানানো হয়েছে। ছবির ট্রেলারে দেখা গিয়েছে মিসেস চ্যাটার্জি ওরফে রানি তাঁর দুই সন্তান এবং স্বামীকে নিয়ে নরওয়েতে সুখে সংসার করছিলেন। এমন সময়, হঠাৎ একদিন তাঁর বাড়িতে সরকারি অফিসাররা আসে এবং তাঁর সন্তানদের তাঁর থেকে ছিনিয়ে নিয়ে যায়। দেখানো হয় দেবিকা চট্টোপাধ্যায় ওরফে মিসেস চ্যাটার্জির আবেগকেই মানসিক ভারসাম্যহীনতার নাম দেওয়া হয়। আর ১৮ বছর পর্যন্ত তাঁর সন্তানদের তাঁর থেকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। লড়াইয়ে নেমে দেবিকা জানতে পারলেন সবই আসলে ব্যবসা! যত শিশুদের ফস্টার সিস্টেমে ওঁরা দিতে পারবেন, ততই টাকা পাবেন। এরপর নিজের সন্তানদের ফিরে পাওয়ার জন্য তিনি কী কী করেছিলেন সেটাই এই ছবি থেকে ধরা পড়বে।

এই ছবিতে রানির সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে। তিনি তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন এখানে।

বন্ধ করুন